Samsung Galaxy Smartphone: স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে শুরু হয়েছে গ্যালাক্সি আলট্রা ডে'জ সেল (Galaxy Ultra Days Sale)। ২২ মার্চ পর্যন্ত এই সেল চলবে। এই সেলে স্যামসাং গ্যালাক্সি ২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) এবং স্যামসাং গ্যালাক্সি ২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra) - এই দুই ফোনের দামে রয়েছে ব্যাপক ছাড়। প্রায় ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা।
দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি ২৪ আলট্রা এবং স্যামসাং গ্যালাক্সি ২৩ আলট্রা- এই দুই ফোনের ক্ষেত্রে গ্যালাক্সি আলট্রা ডে'জ সেলে কত টাকা ছাড় রয়েছে
ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল লঞ্চ হয়েছিল ১,২৯,৯৯৯ টাকায়। এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১,৩৯,৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ১,৫৯,৯৯৯ টাকা।
অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম লঞ্চের সময় ছিল ১,০৯,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল লঞ্চের সময় ১,১৯,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ছিল ১,৩৯,৯৯৯ টাকা।
২২ মার্চ পর্যন্ত স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গ্যালাক্সি ডে'জ সেলে এই দুই ফোনের দামে থাকছে অফার। এছাড়াও স্যামসাং রিটেল স্টোরগুলি, Samsung.com এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে ছাড়। গ্যালাক্সি এস২০ সিরিজ থেকে গ্যালাক্সি এস২৪ সিরিজ পর্যন্ত ফোনের দামে আকর্ষণীয় অফার রেখেছে স্যামসাং সংস্থা। ১৭ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে। আর স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ১৩ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য ক্রেতারা স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্ষেত্রে যথাক্রমে ১২ হাজার টাকা পর্যন্ত এবং ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। স্ট্যান্ডার্ড অফার অনুসারে ১২ হাজার টাকা পর্যন্ত একটি আপগ্রেড বোনাস পাবেন ক্রেতারা, গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন কেনার ক্ষেত্রে। এর পাশাপাশি ৬০০০ টাকা আপগ্রেড বোনাস এবং ৬০০০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাকের ক্ষেত্রে বেছে নেওয়ার সুযোগও পাবেন ক্রেতারা। অন্যদিকে গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্ষেত্রে ৭৫০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস পাওয়া যাবে। এছাড়াও ৫০০০ টাকা আপগ্রেড বোনাস এবং ৫০০০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাকের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এর পাশাপাশি গ্যালাক্সি এস২৪ আলট্রা এবং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্ষেত্রে ৫০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস অথবা ৩০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস, একটি ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। আর থাকছে ২৪ মাসের নো-কস্ট ইএমআই অপশন।
আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু পোকো এক্স৬ নিও ফোনের, দাম কত? কী কী অফার রয়েছে?