কলকাতা: পর্দায় ফিরছেন 'শক্তিমান'। ভারতের একেবারে নিজের এই সুপারহিরো দীর্ঘ কয়েক দশক পরে ফের ফিরছেন পর্দায়। আর শক্তিমানের চরিত্রে দেখা যাবে সেই মুকেশ খান্না (Mukesh Khanna)-কেই। বর্তমানে অভিনেতার বয়স ৬৬ বছর। কিন্তু এত বয়সেই আগের মতোই ঝলমলে আর উজ্জ্বল তিনি। শুধু অভিনয় নয়, তিনি একটি গানও গেয়েছেন শক্তিমানের সংলাপগুলি নিয়ে। খুব তাড়াতাড়িই মুকেশ খান্নার এই অনুষ্ঠান দেখা যাবে। আর এই অনুষ্ঠান নিয়ে কী বলছেন খোদ মুকেশ খান্না?
মুকেশের কথায়, 'আমি শক্তিমানের চরিত্রটা ভাল করে করতে পেরেছি কারণ এই চরিত্রটা আমার মধ্যে থেকেই উঠে এসেছে। আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারব না, রোম্যান্টিক হিরো হতে পারব না কারণ সেগুলো আমার মধ্যে নেইই। তবে আমি শক্তিমানের চরিত্রটা এত ভাল করে করতে পেরেছি তার কারণ এটাকে আমি মন দিয়ে অনুভব করতে পেরেছি। আমি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত আমার কাজ করে গিয়েছি। ২০২৭-এ গিয়েও আমি যদি একই কাজ করতে পারি, তবেই আমার কাজ সার্থক। আমার মনে হয় এখনকার প্রজন্ম শুধুই ছুটে চলেছে। অন্ধের মতো। আমার মনে হয় এই প্রজন্মের শিশুদের একটাই জিনিস বলা উচিত যে একটু দাঁড়িয়ে যাও। ভেবে দেখো আমরা কোথায় যাচ্ছি। ভাব, অনুভব করো। আমাদের শরীরের মধ্যেই এই ব্রহ্মান্ডের শক্তি রয়েছে। তাকে অনুভব করো। আমি বহুবার ধ্যান করেছি। আমি নিজেই অনুভব করেছি আমাদের শরীরের মধ্যে কী কী শক্তি রয়েছে।'
এর আগে একাধিকবার মুকেশ খান্না মুখ খুলেছিলেন একাধিক মানুষের শক্তিমান হওয়া নিয়ে। এদিন এই সমস্ত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন মুকেশ। বলেন, 'আমি এর মধ্যে একাধিক অভিনেতাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছি। মুখ খুলেছি তাঁদের শক্তিমান হওয়া নিয়ে। সেটা আমার করা উচিত হয়নি। একতা কপূরের বিরুদ্ধেও কথা বলেছি যেটা আমার করা উচিত হয়নি। আসলে আমি কখনও কাজ পাওয়ার জন্য হাত পাতিনি কারও কাছে। আর শক্তিমানের জন্য এই প্রথম গান গাইলাম আমি।'
আরও পড়ুন: Sreemoyee-Kanchan: 'মাতৃত্ব গর্বের'.. শ্রীময়ীর জীবন জুড়ে এখন কেবলই ছোট্ট কৃষভি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।