কলকাতা: আটজন মুখ্যমন্ত্রী আর তাঁদের আমলে বিভিন্ন খাতে বয়ে চলা বাংলার রাজনৈতিক ইতিহাসের গল্প নিয়ে তৈরি হয়েছে এবিপি (abp) স্টুডিওর ডকু-সিরিজ (docu series), ‘মুখ্যমন্ত্রী’। শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি জনপ্রিয় ওটিটি (ott) প্ল্যাটফর্ম হইচইয়ে হবে প্রিমিয়ার। সিরিজটির পরিচালনা করেছেন বাংলার প্রথম সারির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী। অসম্ভব সাহসিকতার পরিচয় দিয়ে যিনি সমস্ত ঘটনাকে বাস্তবতার সূত্রে গেঁথেছেন। সিরিজটির উপস্থাপনা করেছেন প্রতীক দত্ত ও শাঁওলী চট্টোপাধ্যায়। 



বাংলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের অনেক ঘটনারই শিকড় রয়ে গিয়েছে অতীতে। সাম্প্রতিক ঘটনার ঘনঘটা দিয়ে বিচার করতে বসলে যা অনেক সময় আমাদের মনে নানা ধোঁয়াশা তৈরি করে। নানা রকম প্রশ্ন মনের অন্দরে দানা বাঁধে। কিন্তু সেই প্রশ্নের কোনও উত্তর মেলেনা। যা মিলবে এই ডকু সিরিজ থেকে। পরিচালক ও তাঁর দল মিলে সেই চেষ্টাই করেছেন। বাংলার বর্তমান রাজনীতির বিভিন্ন সমস্যা আর তার কারণ অনুসন্ধানে বসে নানা সময় খেই হারায় আমাদের চিন্তাভাবনা। এই সিরিজে বঙ্গ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিভিন্ন ঘটনাবলী বিশ্লেষণের মাধ্যমে বাংলার বর্তমানকে জরিপ করার চেষ্টা করেছি আমরা। শুধু পুঁথিগত তথ্যের বিশাল সম্ভারের ওপর ভিত্তি করে নয়, তার বাইরের ইতিহাসও বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে বর্তমান রাজনীতির প্রাসঙ্গিকতা খোঁজার চেষ্টা করেছি আমরা।



বাংলার রাজনীতির নাড়িনক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল নন, এমন মানুষকেও আকৃষ্ট করবে ‘মুখ্যমন্ত্রী’। রাজ্যের আট মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হবে বাংলার আধুনিক রাজনৈতিক ইতিহাস। শুধু সংবাদমাধ্যমে প্রাপ্ত খবর ও তথ্যের ভিত্তিতে নয়, আমরা মানুষকে অবগত করার চেষ্টা করেছি বছরের পর বছর ধরে ঘটে চলা বিভিন্ন ঘটনার গভীরে গিয়ে। হইচইয়ে ‘মুখ্যমন্ত্রী’ মুক্তির আগে এবিপি স্টুডিওর বিজনেস হেড জুলফিয়া ওয়ারিস জানিয়েছেন, বাংলার অজানা ইতিহাসের কাহিনি শোনাবে এই ডকু-সিরিজ। এবিপি স্টুডিও এরপর বাংলার ওপর আরও বেশ কিছু শো নির্মাণ করবে বলেও জানিয়েছেন তিনি।