মুম্বই :অনুরাগ কাশ্যপের 'মুক্কাবাজ' সিনেমা সেন্সর বোর্ডের ইউ/এ শংসাপত্র পেয়েছে। এজন্যই সেন্সর বোর্ডের প্রধান প্রসূণ যোশী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানালেন পরিচালক। একটি যুক্তিসম্মত ও সম্বৃদ্ধ অভিজ্ঞতার জন্য তিনি সেন্সর বোর্ডের প্রধানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই সিনেমার মাধ্যমে নিজেকে স্বাধীন ও নির্ভয়ে আত্মপ্রকাশের সুযোগ দেওয়ার জন্য কাশ্যপ ইরানিকেও ধন্যবাদ জানিয়েছেন। বিনীত কুমার ও জোয়া হুসেন অভিনীত এই সিনেমা খেলার কাহিনী ঘিরে আবর্তিত। এতে উত্তরপ্রদেশের ক্ষমতার খেলা তুলে ধরা হয়েছে। আগামী ১২ জানুয়ারি মুক্তির আগেই সিনেমাটি সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে।
ছবিটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার কথা কাশ্যপ ট্যুইটারের মাধ্যমে জানিয়েছেন।
কাশ্যপ বলেছেন, এই অনিশ্চয়তা ও সংশয়ের সময় সেন্সর বোর্ডে যে যুক্তিগ্রাহ্য, সঙ্গত ও সম্বৃদ্ধ অভিজ্ঞতা হল সেজন্য তিনি কৃতজ্ঞ। একটি অডিও স্বেচ্ছায় বাদ দেওয়ায় ইউ/এ শংসাপত্র পেয়েছে সিনেমাটি।এই সিনেমা তৈরির উদ্দেশ্য সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তিনি নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁর বক্তব্য রেখেছেন। সিনেমার পরিচালক হিসেবে যথাযোগ্য মর্যাদা তিনি পেয়েছেন।


<



/code>