নয়াদিল্লি: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত (Shah Rukh Khan Injured) হলেন বলিউডের বাদশাহ্ (Badshah)। লস অ্যাঞ্জেলসের (Los Angeles) শ্যুটিং ফ্লোরে নাক থেকে গলগল করে রক্ত ঝরতে শুরু করে তাঁর। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেখানে নাকে অস্ত্রোপচারও করতে হয় তাঁর। আপাতত হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বই ফিরেছেন অভিনেতা। তবে এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা।
শ্যুটিং ফ্লোরে আহত শাহরুখ
আমরা পর্দায় আমাদের প্রিয় চরিত্রদের নানা ধরনের স্টান্ট করতে দেখি, তাঁদের জয়ে আনন্দ পাই, তাঁদের প্রশংসা করি, সমালোচনাও করি। কিন্তু এই একেকটা দৃশ্য দর্শকের মনের মতো করে গড়ে তুলতে যে কঠিন পরিশ্রম করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের তা আমরা কেউই বিশেষ জানতে পারি না।
বিভিন্ন অ্যাকশন দৃশ্যের (Action Scenes) শ্যুটিং করতে একাধিক অভিনেতা ও অভিনেত্রী বহুবার আহত হয়েছেন। অনেকের চোটই বেশ গুরুতর। অস্ত্রোপচার, সেলাই বিভিন্ন ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খানও।
মঙ্গলবার শ্যুটিং ফ্লোরে আহত হন কিং খান। নাকে অস্ত্রোপচারও করতে হয় তাঁর। তবে এই প্রথম নয়, এর আগেও শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি।
৩১ বছর ব্যাপী কেরিয়ারে অভিনেতা একাধিকবার আহত হয়েছেন শ্যুটিং ফ্লোরে। ২০১৭ সালে ছোটখাটো অস্ত্রোপচার হয় তাঁর। 'রইজ' (Raees) ছবির শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পান অভিনেতা। ২০১৩ সালে 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express) ছবির শ্যুটিং শেষে অষ্টম অস্ত্রোপচার হয় তাঁর। ২০০৯ সালেও তাঁর অস্ত্রোপচার হয়, বাম কাঁধের পেশি ছিড়ে যাওয়া ঠিক করার জন্য।
আরও পড়ুন: Dhanush: মস্তক মুণ্ডন করে তিরুপতি মন্দিরে পুজো দিলেন ধনুশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
বলিউডে ৩১ বছর পার
সম্প্রতি শাহরুখ খান বলিউডে একত্রিশ বছর পার করেছেন। ২০২৩ সালের শুরু দুর্দান্তভাবে করেছেন কিং খান। প্রায় বছর চারেক পর বড়পর্দায় নায়কের চরিত্রে ফেরেন 'পাঠান' (Pathaan) ছবির হাত ধরে। এই ছবির আয় বক্স অফিসে ঝড় তোলে। বছরের শুরুতেই বলিউডে লক্ষ্মীলাভ হয় কিং খানের হাত ধরে। চলতি বছরে তাঁর আরও দুটো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অ্যাটলির পরিচালনায় সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা 'জওয়ান' (Jawaan) ছবির। এই ছবিতে তাঁকে দক্ষিণী তারকা অভিনেত্রী নয়নতারার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। বছর শেষে তাঁর 'ডাঙ্কি' (Dunki) মুক্তি পাওয়ার কথা। এই ছবির হাত ধরে প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে কাজ করবেন তিনি। এই ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করবেন তাপসী পন্নুও। এছাড়া সলমন খানের (Salman Khan) 'টাইগার' (Tiger 3) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতেও শাহরুখকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন