অভিনেত্রী জিনাত আমনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার মুম্বইয়ের ব্যবসায়ী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Mar 2018 04:07 PM (IST)
মুম্বই: মুম্বইবাসী এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন বলিউড অভিনেত্রী জিনাত আমন, খবর পিটিআই সূত্রে। গতকাল রাতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। আজ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আপতত এই ঘটনার তদন্ত করছে মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চ, পিটিআইকে জানিয়েছেন, ডিসিপি ক্রাইম নিসার তাম্বোলি। অভিযুক্ত ব্যবসায়ীর নাম আমন খন্না। আগে এই ব্যবসায়ীর সঙ্গে জিনাতের ভাল সম্পর্ক থাকলেও, সম্প্রতি সম্পর্ক তিক্ত হয়ে যায়। দিন কয়েক আগে ৬৮ বছরের অভিনেত্রীর বাড়িতে জোর করে ঢুকে এসে তাঁকে হেনস্থা পর্যন্ত করে ওই ব্যবসায়ী। সত্তরের দশকের অভিনেত্রীর অভিযোগ, তাঁকে দীর্ঘদিন ধরে অনুসরণও করছেন ওই ব্যবসায়ী। আমন খন্নার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে। তবে এই ব্যক্তির বিরুদ্ধে জানুয়ারি মাসেও হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। আবারও সেই একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিনাত।