মুম্বই: মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিংহ, তাঁর স্বামী হর্ষ লিম্বাছিয়া। মুম্বইয়ের এক আদালত আজ মাথাপিছু ১৫ হাজার টাকার বন্ড পেশ করার শর্তে তাঁদের জামিন মঞ্জুর করল। শনিবার আন্ধেরি শহরতলিতে ভারতীর বাসভবনে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে, তারপরই তাঁকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রক ব্যুরো (এনসিবি)। পরে গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে। তাঁদের মাদক আইনের ২০ (বি) (২) (এ) (সামান্য পরিমাণে মাদক রাখা), ৮ (সি) (মাদক রাখা) ও ২৭ ( মাদক ব্যবহার) ধারায় অভিযুক্ত করে এনসিবি।
ম্যাজিস্ট্রেট জামিন মঞ্জুর করার পর এখনও এনসিবি কোনও জবাব পেশ করেনি। রবিবারই তাদের নোটিস পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন ভারতীর আইনজীবী আয়াজ খান।
রবিবার ভারতী, তাঁর স্বামীকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় মুম্বইয়ের এক আদালত।
বলিউডের একশ্রেণির তারকার বিরুদ্ধে মাদক চক্রের সঙ্গে যোগ রাখার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। কয়েক মাস আগে মুম্বইয়ের ফ্ল্যাটে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ উদ্ধার হওয়ার পর থেকে দাবি করা হয়, তাঁর অকাল মৃত্যুরহস্যে মাদক যোগ আছে। তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তাঁকে মাদক সরবরাহের অভিযোগ ওঠে। গ্রেফতার হন রিয়া। শুধু তা-ই নয়, সুশান্তের পাশাপাশি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের বিরুদ্ধেও মাদক চক্রের সঙ্গে যোগ রাখার অভিযোগ ওঠে। হোয়াটসঅ্যাপে চালাচালি হওয়া কিছু কথোপকথন প্রমাণ হিসাবে তুলে ধরা হয়। অভিনেতা অর্জুন রামপালের বাসভবনেও অভিযান চলে। সেই তদন্তের সূত্রেই তল্লাসি হয় ভারতীর বাসভবনেও।