Mumbai Cruise Drugs Case: ক্রুজ মাদক মামলায় নাম না করে শাহরুখ খানকে নিশানা করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এমনিতেই ভীষণই ঠোঁটকাটা বলে পরিচিত বলিউডের কুইন অভিনেত্রী। এবার সোশাল মিডিয়ায় যে পোস্ট তিনি করেছেন, তাতে শাহরুখ খান ও তাঁর ছেলে আরিয়ান খানকেই নিশানা করেছেন বলে মনে করা হচ্ছে। সোশাল মিডিয়ায় ওই পোস্টে ছবিতে ছেলে মাদক মামলায় গ্রেফতারের পর হলিউড অভিনেতা জ্যাকি চ্যানকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে কঙ্গনা শেয়ার করেছেন এই পোস্ট
কঙ্গনা এই পোস্ট তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এতে দেখানো হয়েছে যে, ২০১৪-তে ছেলে জেসি মাদক মামলায় গ্রেফতারের পর জ্যাকি চ্যান সর্বসমক্ষে ক্ষমা চেয়েছিলেন। উল্লেখ্য়, জেসিকে পুলিশ ১০০ গ্রাম মাদক সহ গ্রেফতার করেছিল। এরপর জ্যাকি চ্যান সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন যে, সুপরিচিত ব্যক্তি হিসেবে এই ঘটনায় আমি লজ্জিত ও দুঃখিত, ওর মায়ের মন ভেঙে গিয়েছে। আমি জেসির এই আচরণের জন্য আমি সর্বসমক্ষে ক্ষমা চাইছি।
এই পোস্ট শেয়ার করে কঙ্গনা লিখেছেন, আমি শুধু বলছি।
এর আগে কী বলেছিলেন কঙ্গনা
এর আগে কঙ্গনা বলেছিলেন, আরিয়ানকে এই ভুল সমঝদার হয়ে উঠতে সাহায্য করবে। এর অর্থ এই নয় যে, এই ভুলের জন্য আরিয়ান যেন সাজা না পায়। সেইসঙ্গেও তিনি কটাক্ষ করে বলেছিলেন যে, এখন সমস্ত মাফিয়া পাপ্পুর সঙ্গে হাত মিলিয়ে আরিয়ানকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে। আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমার মনে হয়, কেউ ভুল করলে, তাকে ভুলই বলা উচিত। তাকে কোনওভাবেই আড়াল করা উচিত নয়।
উল্লেখ্য, শাহরুখের ছেলের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কিছু তারকা। তাঁদের মধ্যে রয়েছেন হৃত্বিক রোশনও। তিনি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে আরিয়ানের উদ্দেশে বার্তা দিয়েছেন। সেইসঙ্গে রবিনা ত্যান্ডন ও সুজান খানের মতো তারকারাও আরিয়ানের পাশে দাঁড়িয়েছেন।