নয়াদিল্লি: আদালতে কমেডিয়ান ভারতী সিংহ (Bharti Singh) ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়ার (Harsh Limbachiya) বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট পেশ করল মুম্বই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau)। ২০২০ সালে মাদক সংক্রান্ত মামলায় তাঁদের গ্রেফতার করা হয়, তবে এখন তাঁরা জামিনে মুক্ত।
ভারতী-হর্ষের বিরুদ্ধে চার্জশিট পেশ
২০২০ সালের ২১ নভেম্বর, ভারতী সিংহ ও তাঁর বরের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম মাদক বাজেয়াপ্ত করে এনসিবি। বিনোদন দুনিয়ায় মাদক ব্যবহারের অভিযোগে NCB-এর তদন্তের অংশ হিসাবে অনুসন্ধান চালানো হয়েছিল। এরপর তারকা দম্পতিকে আটক করে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ৪ ডিসেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও, প্রত্যেকে ১৫ হাজার টাকার বিনিময়ে জেল থেকে বেরিয়ে আসার পরে, দম্পতিকে হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছিল।
২০২০ সালের জুন মাসে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পরই বলিউড ইন্ডাস্ট্রিতে মাদক ব্যবহারের তদন্ত শুরু করে এনসিবি। এর আগে, এনডিপিএস অ্যাক্টের অধীনে কেন্দ্রীয় সংস্থা সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিককেও আটক করে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ ডিসেম্বর গোয়ায় চার হাত এক হয় ভারতী সিংহ ও হর্ষ লিম্বাচিয়ার। এরপর চলতি বছরের ৩ এপ্রিল পুত্র সন্তান জন্মের খবর দেন ভারতী-হর্ষ। পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে যায় তাঁদের পোস্ট। মাত্র ৪০ মিনিটে ১ লক্ষ ছাড়ায় পোস্টে লাইক। মা-বাবাকে শুভেচ্ছা জানান প্রতীক সহেজপাল, অর্জুন বিজলানি, জাসমিন ভাসিন, মাহি ভিজ, নেহা কক্কর থেকে শুরু করে কর্ণ জোহর, মৌনি রায় প্রমুখ। এরপর পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার সকলের সঙ্গে একরত্তির আলাপ করিয়ে দেন ভারতী। ক্যাপশনে লেখেন, 'আমাদের ছেলে লক্ষ্যের সঙ্গে আলাপ করুন। গণপতি বাপ্পা মোরিয়া।'