মুম্বই:  গত মাসে গণেশ পুজোর পর পরই বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছিল মুম্বইবাসীকে। ফের বৃষ্টির ভ্রুকুটি স্বপ্ননগরীর আকাশে, সঙ্গে বিদ্যুতের ঝলকানি এবং ঝোড়ো হাওয়া। টানা ভারী বৃষ্টির জেরে জল জমেছে বাণিজ্যনগরীর রাস্তায়। বন্ধ স্কুল-কলেজ, দোকানপাট। আগামী ২৪ ঘণ্টা আরও ভারী বৃষ্টির পূর্বাভাস। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেছেন অমিতাভ বচ্চন। টুইটে বিগ বিকে গণেশের পায়ের নীচে মাথা নত করে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন ভগবান ফের রুষ্ট হয়েছেন। মুম্বই বর্তমান পরিস্থিতি দেখে উদ্বিগ্ন বিগ বি-র টুইট যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন।





এদিকে বৃষ্টির জন্যে কোরিওগ্রাফার, পরিচালক ফারহা খানের বাড়িতে গৃহযুদ্ধ। কেন জানেন? সে কথা নিজেই টুইট করে জানিয়েছেন ফারহার স্বামী শিরিষ কুন্দ্রা।





শিরিষের দাবি, স্ত্রী ঈশ্বরের কাছে চাইছেন বৃষ্টি থেমে যাক, তাহলে তিনি বাইরে যেতে পারবেন। বাচ্চারা ভগবানের কাছে প্রার্থনা করছে বৃষ্টি চলুক, তাহলে স্কুল বন্ধ থাকবে। এরপর রীতেশ দেশমুখ টুইটে শিরিষের কাছে জানতে চেয়েছেন তিনি কী প্রার্থনা করছেন?

 


 



শিরিষের দাবি, তিনি চুপচাপ লধ্য রাখছেন, কার ভগবান বেশি ক্ষমতাবান সেদিকে।