মুম্বই: মাদক-যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB) সূত্রের দাবি, লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। শাহরুখ-পুত্র সহ ৩ জনের ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষায়।


এনসিবি সূত্রের দাবি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদ তরী কর্ডেলিয়ায় বসেছিল রেভ পার্টি। সেখানে গিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।


এনসিবি সূত্রের দাবি, ২৩ বছরের আরিয়ান দাবি করেছেন, তাঁকে ভিআইপি হিসেবে ক্রুজে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রমোদ তরীর পার্টিতে যোগ দিতে একটা টাকাও দিতে হয়নি। আরিয়ানের দাবি, তাঁর নাম ব্যবহার করে আরও অনেককে আমন্ত্রণ জানানো হয় ওই পার্টিতে। 


এনসিবি সূত্রের দাবি, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কাছেও মাদক পাওয়া যায়। তদন্তকারীদের চাঞ্চল্যকর দাবি, লেন্স বক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। 


কারা আরিয়ানকে আমন্ত্রণ জানিয়েছিল ক্রুজে, কারা তাঁকে মাদক সরবরাহ করেছিল, সেই সূত্র সন্ধানে আরিয়ান সহ ধৃত তিনজনের মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেন্সিক টেস্টে।


মাদক-যোগের অভিযোগে ক্রুজ থেকে মোট ৮ জনকে আটক করেছে এনসিবি। ইতিমধ্যেই পার্টির উদ্যোক্তাদের তলব করা হয়েছে। কর্ডেলিয়া ক্রুজ কর্তৃপক্ষ জানিয়েছে,প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। দিল্লির এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে একটি অনুষ্ঠানের জন্য ক্রুজ ভাড়ায় দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে সবরকমভাবে সহযোগিতা করা হবে।


এদিকে, গতকাল রাতে অভিযান চালিয়ে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে এনসিবি। মুম্বইয়ের বান্দ্রা, আন্ধেরি এবং লোখাণ্ডওয়ালায় এনসিবি তল্লাশি অভিযান চালায়। সেই সময়ই ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন: মাদক যোগে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান, করা হচ্ছে মেডিক্যাল টেস্ট, খবর এনসিবি সূত্রে


আরও পড়ুন: অভিনব উপায়ে লুকিয়ে আনা হয়েছিল মাদক, শাহরুখ-পুত্রের গ্রেফতারির পর দাবি এনসিবির