মুম্বইয়ের রাস্তায় ইলিয়ানা এ কী করছেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2017 04:38 PM (IST)
1
এমনটা নয় যে, ইলিয়ানার হাতে কোনও কাজ এখন নেই। সম্ভবত, এভাবে বাজার করাটা তাঁর একটি সখ। তিনি বর্তমানে বাদশাহী নামে একটি সিনেমার জন্য কাজ করছেন। চলতি বছরেই এই সিনেমা মুক্তি পাবে।
2
তাই ২৯ বছরের ইলিয়ানার এই বাজার ঘুরে সব্জি কেনার ছবি দেখে আশ্চর্য হতেই হয়।
3
অনেকেই বলতে পারেন, বাজার করাটা এমন কী ব্যাপার! কিন্তু বলিউডের তারকাদের কাউকেই এভাবে সাধারণত বাজার করতে দেখা যায় না।
4
এই ছবিতে অক্ষয় কুমারের ‘রুস্তম’ ও রণবীর কাপূরের ‘বরফি’ সিনেমার অভিনেত্রী ইলিয়ানাকে সাধারণ মানুষের মতো সব্জি বাজার করতে দেখা যাচ্ছে।
5
বলিউড নায়িকা ইলিয়ানা ডিক্রুজ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন তিনি। এটি তাঁর মধ্যে একটি। কিন্তু এখানে তাঁর ছবি নয়, যে ঘটনার কথা বলা হবে তা দেখলে বিশ্বাস করা শক্ত।