নয়াদিল্লি: 'বিগ বস ১৭' বিজয়ী (Bigg Boss 17 Winner) মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui Hospitalised) ভর্তি হাসপাতালে। তেমনটাই খবর সূত্রের। শুক্রবার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান (Stand Up Comedian) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। সেই থেকেই শুরু জল্পনা। ঠিক কী হয়েছে তাঁর?
মুনাওয়ার ফারুকি অসুস্থ? কী হয়েছে তাঁর?
শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি স্টোরি পোস্ট করেন 'বিগ বস ১৭' খ্যাত মুনাওয়ার ফারুকি। ছবিতে রয়েছে তাঁর হাত। এবং হাতে লাগানো আইভি ড্রিপ (IV Drip) বা যাকে বলে স্যালাইন। দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, 'লেগে গেল নজর'। 'খারাপ নজর' লেগেছে তাঁর, সেই কারণেই নাকি অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার অনুরাগীদের তাঁর দ্রুত আরোগ্য কামনা করার অনুরোধ জানান মুনাওয়ার।
তবে মুনাওয়ার ফারুকির ঠিক কী হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা না গেলেও তাঁর অনুরাগীরা প্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করতে শুরু করে দিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে ট্রেন্ড করতে থাকে 'গেট ওয়েল সুন মুনাওয়ার' (Get Well Soon Munawar)।
এক অনুরাগী লেখেন, 'তোমার দ্রুত আরোগ্য কামনা করছি এবং সুস্বাস্থ্য ফিরে পাও জলদি। সাবধানে থেকো!' অপর একজন লেখেন, 'ভাই, প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এবং নিজের সাধারণ জীবনে ফিরে আসো প্রচুর ভালবাসা ও ইতিবাচক শক্তি নিয়ে।'
চলতি মাসের শুরুর দিকেও শিরোনামে উঠে আসেন মুনাওয়ার, ডিম হামলার পর। একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ডিম ছোড়া হয়েছে তার দিকে এবং তাতেই রেগে গেছেন মুনাওয়ার। ভিডিওয় দেখা যাচ্ছে যে 'অপরাধী' তার দিকে হাত চালাতে তৈরি মুনাওয়ারকে পিছন থেকে ধরে রেখেছেন এক নিরাপত্তারক্ষী।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কমেডিয়ান একটি নির্দিষ্ট রেস্তোরাঁকে কথা দিয়েছিলেন এসে তাদের ইফতার পার্টির উদ্বোধন করবেন, কিন্তু সেই কথা না রেখে তিনি অপর একটি রেস্তোরাঁয় চলে যান। যার ফলে ওই রেস্তোরাঁর মালিক অত্যন্ত রেগে যান। মুম্বইয়ের মহম্মদ আলি রোডে অবস্থিত এই রেস্তোরাঁ। ওই ঘটনার পর মুনাওয়ার ওই রেস্তোরাঁর মালিক ও সেখানকার কর্মীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন বলেও খবর।
কর্মক্ষেত্রে 'লক আপ' জয়ী কমেডিয়ান অভিনয় জগতে পা রাখতে তৈরি। 'ফার্স্ট কপি' ওয়েব সিরিজের হাত ধরে নিজের অভিনয় জীবন শুরু করতে চলেছেন কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। গত বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওই সিরিজের টিজার পোস্ট করেন তিনি। ফারহান পি. জাম্মার লেখা ও পরিচালিত এই সিরিজের প্রযোজনা করছে 'কুর্জি প্রোডাকশনস' ও সহ-প্রযোজনা করছে 'সল্ট মিডিয়া'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।