কলকাতা: উইলিয়ম শেক্সপিয়রের (William Shakespeare) কালজয়ী নাটক 'ওথেলো' (Othello) এবার বড়পর্দায়। নাম 'অথৈ' (Athhoi)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পরিচালনা শুরু করতে চলেছেন অর্ণ মুখোপাধ্যায় (Arna Mukherjee)। ছবি মুক্তি পাবে ১৪ জুন। প্রকাশ্যে এল সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার।


প্রকাশ্যে এল 'অথৈ' ছবির অ্যানাউন্সমেন্ট টিজার


অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি 'অথৈ' বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ১৪ জুন। অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) এই ছবিতে সৃজনশীল পরিচালকের দায়িত্ব সামলেছেন। ছবিটিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সোহিনী সরকার (Sohini Sarkar), দিতিপ্রিয়া রায়, অর্পণ ঘোষাল, মিমি দত্ত। প্রকাশ্যে এসেছে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার।


যাঁরা নিয়মিত থিয়েটার দেখেন, তাঁরা অর্ণ, অনির্বাণ অভিনীত 'অথৈ' নাটকের সঙ্গে খুব ভালভাবে পরিচিত। ২০১৬ সালের মার্চ মাস থেকে শুরু, বিগত ৭ বছর ধরে এই নাট্যপ্রযোজনা মঞ্চে অজস্র দর্শকের ভালবাসা পেয়েছে। এবার সেই নাটকই পর্দায় হাজির হতে চলেছে। শেক্সপিয়রের 'ওথেলো' যে বর্তমান সমাজের প্রেক্ষাপটেও কতটা প্রাসঙ্গিক তা চোখে আঙুল দিয়ে দেখায় এই প্রযোজনা। জিও স্টুডিওস ও এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে প্রকাশ করা হল প্রথম টিজার।


ছবিতে নারী চরিত্রে, অর্থাৎ ডেসডিমনার বাংলা রূপান্তর দিয়ামনার চরিত্রে সোহিনী সরকারকে দেখা যাবে। ওথেলো ওরফে অথৈয়ের চরিত্রে দেখা যাবে পরিচালক অর্ণ মুখোপাধ্যায়কে। নাটকের অপর মূল চরিত্র ইয়াগো অর্থাৎ বাংলা রূপান্তরে গোগোর চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। 


 



অনির্বাণ এই ছবি প্রসঙ্গে বলেন, 'এই 'অথৈ' তৈরির মাধ্যমে আমাদের লক্ষ্য দর্শকের কাছে কালজয়ী এক গল্পের টাটকা দৃষ্টিভঙ্গী তুলে ধরা। যে কোনও মানুষের মানসিক জটিলতা উন্মোচনের একটি রোমাঞ্চকর যাত্রা, চক্রান্ত এবং প্রতারণার পটভূমিতে তৈরি এই ছবি। যেহেতু আমরা এই নাটকেরই অংশ, একসঙ্গে থিয়েটার করেছি তার প্রথম দিন থেকে তিনজনই সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে কাজ করেছি।' 


সোহিনী সরকার বলছেন, 'দিয়ার চরিত্রে অভিনয় দারুণ এক অভিজ্ঞতা। সে একই সঙ্গে শক্তি ও দুর্বলতার চরিত্র এবং আমি বিশ্বাস করি দর্শক তার সফরের সঙ্গে আবেগের দিক থেকে একাত্ম হতে পারবেন।'


আরও পড়ুন: East Bengal News: 'অমার্জিত' ভিডিও পোস্ট, ইস্টবেঙ্গল জার্সির 'অপমান'! তীব্র ক্ষোভের মুখে ক্ষমা চাইলেন অগ্নি-সৌরভ


পরিচালক ও 'অথৈ' অর্ণ মুখোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ''অথৈ'কে জীবন্ত করতে পারাটা আমার কাছে ভালবাসার ফসল। এটি এমন একটি গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাসঙ্গিক। আমরা শেক্সপিয়রের দৃষ্টিভঙ্গির সারমর্মের প্রতি সৎ থেকে এটিকে সমসাময়িক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।