নয়াদিল্লি: দিল্লি (Delhi) ছাড়লেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান (stand up comedian) ও বিগ বস ১৭ বিজয়ী (Bigg Boss 17 Winner) মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui)। প্রাণনাশের হুমকি (Death Threat) পেয়ে দিল্লি ছাড়েন তিনি, খবর এমনই। ETimes সূত্রে খবর, 'এন্টারটেনার্স ক্রিকেট লিগ'-এর জন্য রাজধানীতে ছিলেন মুনাওয়ার। কিন্তু ইন্টেলিজেন্স মারফত খোঁজ পান তিনি যে তাঁর সেখানে প্রাণের ঝুঁকি আছে, তাই তিনি দিল্লি ছেড়ে ফিরে আসেন মুম্বইয়ে।
প্রাণনাশের আশঙ্কা, দিল্লি ছেড়ে মুম্বই ফিরে এলেন মুনাওয়ার
সূত্রের খবর, শনিবার রাতে নয়াদিল্লিতে একটি গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ কর্মীরা কমেডিয়ানের ওপর সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি ইঙ্গিত পেয়েছিলেন। জিজ্ঞাসাবাদে ওই সন্দেহভাজনেরা স্বীকার করেছেন যে তাঁদের সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে একটি খুনের ঘটনার জন্য একটি নির্দিষ্ট হোটেলের রেকি করতে হবে। ঘটনাচক্রে সেই হোটেলেই উঠেছিলেন মুনাওয়ার।
গোয়ান্দাদের তথ্যের ভিত্তিতে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম ও হোটেলে সার্চ অপারেশন চালানো হয়। সূত্রের খবর, মুনাওয়ার ওই নির্দিষ্ট হোটেলের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দু'তলায় ছিলেন, এবং তাঁর ঘরও পরীক্ষা করে পুলিশ। এক পুলিশ কর্তা বলেন, 'আমাদের শুধুমাত্র স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল যেখানে হরিয়ানভি হান্টার্স এবং মুম্বাই ডিসরাপ্টর্স নামে দুই দলের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।' হোটেলের বাইরে এখনও পুলিশি পাহারা রয়েছে এবং আরও তদন্ত চলছে। যদিও, এটাও উল্লেখ্য যে ECL কর্তৃপক্ষ বা মুনাওয়ার, কারও তরফেই এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।
অন্যদিকে, সোমবার এলভিস যাদবও প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ। বিগ বস ওটিটি ২ বিজয়ী 'এন্টারটেনার্স ক্রিকেট লিগ ২০২৪'-এ অংশ নিচ্ছিলেন যেখানে তাঁর মুনাওয়ার ফারুকির বিপক্ষে খেলার কথা ছিল। ফ্রি প্রেস জার্নালের রিপোর্ট অনুযায়ী, ম্যাচের আগে দু'জনে মজার আড্ডায় লিপ্ত হন। তবে, অভিযোগ এর খানিক পরেই মুনাওয়ারের বিরুদ্ধে খেলায় প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এলভিস যাদব।
সূত্রের খবর, আধিকারিকেরাও এই ঘটনায় হতচকিত হয়ে যান এবং এরপর তাঁরা স্টেডিয়াম ফাঁকা করার সিদ্ধান্ত নেন। এলভিসের নিরাপত্তার কথা মাথায় রেখে, প্রত্যেক সমর্থককে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে বলা হয় এবং প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়। কোনও দর্শক ছাড়াই ম্যাচ খেলেন খেলোয়াড়রা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।