কলকাতা: টানা আন্দোলন... আর জি কর-কাণ্ডের 'অভয়া'র বিচার চেয়ে বিক্ষোভ-প্রতিবাদ রাজ্যে ছাড়িয়ে দেশ-বিদেশেও। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের ব্যর্থতার দাবি তুলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগও দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়-জুনিয়র ডাক্তারদের ৫ ঘণ্টার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বিনীত গোয়েলকে। মঙ্গলবারই তাঁকে সরিয়ে সেই জায়গায় বসানো হল মনোজ ভার্মাকে।
এদিকে পুলিশ কমিশনারকে নিয়ে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন নির্যাতিতার পরিবারও। এদিন আর জি কর-কাণ্ডে আন্দোলনের চাপে বিনীতকে সরিয়ে কলকাতায় নতুন সিপির নাম ঘোষণার পর কী বলছেন নির্যাতিতার মা? তাঁর কথায়, 'আমার মেয়েকে তো আমি হারিয়ে ফেলেছি, তারপর টনক নড়েছে। ২০২১ এও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিতেন তাহলে আমার কোল ফাঁকা হত না। আমার মেয়েটা হারিয়ে যেত না। যারা প্রত্যক্ষ-পরোক্ষভাবে এই ঘটনায় জড়িত তাদের শাস্তি হোক। যেদিন আমার মেয়ের আসল খুনিদের ধরা হবে, বিচার হবে, জয় আমাদের সেদিন হবে'।
সোমবারই যখন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সিপি বদলের কথা, সেই সময়ই হালদার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেছিলেন, 'এতদিন পর, ৩৮ দিন পর, আমাদের যে এই আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু একপ্রকার নতিস্বীকার করল রাজ্য প্রশাসন'।
আরও পড়ুন, 'এখনও হাসপাতালে ঘুরছে সেই ব্যক্তিরা, ভয়ের পরিবেশে কীভাবে কাজে যোগ?' সুপ্রিম-আর্জি জুনিয়র ডাক্তারদের
আন্দোলনরত আরেক জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছিলেন, আজ এই সত্যির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য।
যে বিনীত গোয়েলের টেবিলে শিরদাঁড়া রেখে তাঁরই হাতে তাঁর পদত্যাগের দাবি জানিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার তাঁকে সরিয়ে দেয় প্রশাসন। চিকিৎসক- নাগরিক আন্দোলনে জয় দেখছে বাংলা। তবে এখনও 'জয় বাকি', মেয়ের সঠিক বিচারেই হবে জয়, সেই আশাতেই বুক বাধছে নির্যাতিতার পরিবার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে