পুরো গানটি রিলিজ হবে আগামী শনিবার। যদি এর টিজারই ইতিমধ্যে অনুরাগী মহলে সাড়া ফেলে দিয়েছে।
‘দাবাং’-এ মালাইকা অরোর ‘মুন্নি বদনাম হুয়ি’ শোরগোল ফেলে দিয়েছিল। এবার সবার নজর ‘মুন্না বদনাম হুয়া’-র দিকে। এই গানের দৃশ্য বেশ নজর কেড়েছে। এখানে সলমন ও প্রভু দেবার ডান্সের যুগলবন্দী দেখা যাবে। এই গানের কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। তিনি কজরা রে গানে ঐশ্বর্য রাইয়ের নৃত্যের কোরিওগ্রাফার ছিলেন।
প্রভু দেবা পরিচালিত এই সিনেমা আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখথেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাইয়ি মঞ্জরেকর।