ট্রেন্ডিং

ভারতের বিরুদ্ধে কুৎসা রটাতে গিয়েছিলেন, ধরা পড়ে তীব্র বিদ্রুপের মুখে আফ্রিদি

যশস্বীর স্বপ্ন ভেঙে চুরমার, হেরে গেলেন শুভমনের কাছে, অল্পের জন্য রক্ষা প্রসিদ্ধর

ধোনির মতো বিদায় চেয়েছিলেন, প্রস্তাব খারিজ হওয়াতেই আচমকা অবসর রোহিত শর্মার!

আইপিএলে নিয়ম বদল হতেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে তোপ দেগে কড়া চিঠি কেকেআরের

'অনেক কিছুতেই উন্নতির প্রয়োজন', হংকং ম্যাচকে পাখির চোখ করেই তাইল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত
সিএসকের বিরুদ্ধে রয়্যালসদের দাপট অব্যাহত, বৈভব-সঞ্জুর দুরন্ত পার্টনারশিপে ৬ উইকেটে জিতল রাজস্থান
পৃথ্বী শ-র ব্যাটে বিরাটের সই ও বার্তা!
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসনের কবলে পড়া পৃথ্বী সম্প্রতি মাঠে ফিরেছেন।
Continues below advertisement

নয়াদিল্লি: ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে গণ্য হওয়া পৃথ্বী শ-র ব্যাটে বিরাট কোহলির সই ও বার্তা দেখা গেল। এই বিশেষ ব্যাট ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর ব্যাট নিয়ে জোর আলোচনা চলছে।
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসনের কবলে পড়া পৃথ্বী সম্প্রতি মাঠে ফিরেছেন। গতকাল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ২৭ বলে ৫৩ রান করেন তিনি। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পাঁচটি ইনিংসে তিনটি অর্ধশতরান করেছেন এই ব্যাটসম্যান। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। সেখানেও ভাল পারফরম্যান্স দেখিয়ে ফের জাতীয় দলে সুযোগ করে নেওয়াই পৃথ্বীর লক্ষ্য।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে