ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসনের কবলে পড়া পৃথ্বী সম্প্রতি মাঠে ফিরেছেন। গতকাল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ২৭ বলে ৫৩ রান করেন তিনি। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত পাঁচটি ইনিংসে তিনটি অর্ধশতরান করেছেন এই ব্যাটসম্যান। ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। সেখানেও ভাল পারফরম্যান্স দেখিয়ে ফের জাতীয় দলে সুযোগ করে নেওয়াই পৃথ্বীর লক্ষ্য। পৃথ্বী শ-র ব্যাটে বিরাটের সই ও বার্তা!
Web Desk, ABP Ananda | 28 Nov 2019 03:58 PM (IST)
ডোপ টেস্টে ব্যর্থ হয়ে নির্বাসনের কবলে পড়া পৃথ্বী সম্প্রতি মাঠে ফিরেছেন।
নয়াদিল্লি: ভারতের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে গণ্য হওয়া পৃথ্বী শ-র ব্যাটে বিরাট কোহলির সই ও বার্তা দেখা গেল। এই বিশেষ ব্যাট ক্রিকেটপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পৃথ্বীর ব্যাট নিয়ে জোর আলোচনা চলছে।