কলকাতা: প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath) ওরফে কে কে (KK)। তাঁর আকস্মিক মৃত্যু একটা খালি স্থান তৈরি করেছে শুধু সঙ্গীত বা বিনোদন জগতেই নয়, একইসঙ্গে মানুষ ও শতশত শ্রোতার মনে। শোকস্তব্ধ তাবড় সঙ্গীতশিল্পীরা। শোকবিহ্বল গায়ক ও সঙ্গীত পরিচালক অন্নু মালিক (Anu Malik)।
শোকস্তব্ধ অন্নু মালিক
প্রতিক্রিয়া জানতে ফোনে ধরা হয় অন্নু মালিককে। স্মৃতিচারণ করে তিনি বলেন, 'অত্যন্ত দুঃখের ঘটনা। এই খবরটা শুনে চোখের জল চোখেই শুকিয়ে গেছে। ওঁর এত কাজ, এত সুন্দর গান গেয়েছেন। ওঁর মতো এত ভাল একজন মানুষ আমি দেখিনি। ভালবাসতেন সকলকে খুব। ভীষণ সহজে যেকোনও গান গাইতেন। খুব পরিশ্রমী ছিলেন। আমাদের একসঙ্গে কাজ 'মুঝে কুছ কহেনা হ্যায়'-এর টাইটেল ট্র্যাক এখনও মানুষের মুখে মুখে ঘোরে। আমরা একসঙ্গে এত কাজ করেছি কিন্তু কখনও কোনও অহঙ্কার দেখিনি। যখনই বলা হত যে "কী দারুণ গলা তোমার", সবসময়েই বলতেন, "এ তো ওপরওয়ালার দয়া"। পরিবারকে খুব ভালবাসতেন, শ্রদ্ধা করতেন। কাজ শেষ করেই বাড়ি ছুটতেন।'
প্রয়াত কৃষ্ণকুমার কুন্নথ
শোনা যায়, কিংবদন্তি গায়ক কিশোর কুমার ছিলেন কে কে-এর অনুপ্রেরণা। তাঁকে দেখে, তাঁর গান শুনেই মূলত সঙ্গীত জীবনে পা রাখেন কে কে। একাধিক সাক্ষাৎকারে কে কে জানান, তিনি রাহুল দেব বর্মন, মাইকেল জ্যাকসন এবং আরও বেশ কয়েকজন কালজয়ী গায়কের অনুরাগী ছিলেন। দিল্লির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন তিনি। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে মুম্বই পাড়ি দেন বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্ন চোখে নিয়ে।
আরও পড়ুন: KK Demise: কে কে-এর প্রয়াণে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু
তাঁর গান একটা গোটা প্রজন্মের প্রেমে পড়া, প্রেম ভাঙা, বন্ধুত্বে হোঁচট খাওয়া, জীবনের পথে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর মৃত্যুতে একটা গোটা প্রজন্মের ছেলেবেলা যেন স্তব্ধ হয়ে গেল।