মুম্বই: ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে বলিউডের দু’দুটো তারকাসমৃদ্ধ ছবি- শাহরুখ খানের ‘রইস’ ও হৃতিক রোশনের ‘কাবিল’। ‘কাবিল’ নির্মাতারা চেয়েছিলেন, ছবির দিন এগিয়ে এনে একইদিনে ছবি মুক্তি এড়াতে কিন্তু ‘রইস’ নির্মাতারা তা চাননি, কোনও অজ্ঞাত কারণে। এ ব্যাপারে এর আগেই ক্ষোভ প্রকাশ করেছেন ‘কাবিল’-এর প্রযোজক ও হৃতিকের বাবা রাকেশ রোশন। এতদিন চুপ থাকলেও এবার হৃতিকও মুখ খুললেন এ নিয়ে। তাঁর অনুযোগ, এই বক্স অফিসে অকারণ ঠোকাঠুকি সহজেই এড়ানো যেত, যদি ‘রইস’ নির্মাতারা আর একটু নমনীয় হতেন।


নিজের বাবার প্রসঙ্গ তুলে হৃতিকের মন্তব্য, তিনি জীবনের সব কিছুই আগে থেকে ঠিক করে রাখতে বিশ্বাসী। অক্টোবরের মধ্যে ‘কাবিল’-এর যাবতীয় কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাবা চাননি তা নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি পাক, কারণ অন্যান্য ছবি ওই সময়ে মুক্তির কথা ছিল, তাই সে সময় ‘কাবিল’ বাজারে এলে সেটা অনৈতিক হত। তাই তিনি ঠিক করেন, জানুয়ারিতে মুক্তি পাবে ওই ছবি।

হৃতিকের কথায়, যেহেতু রাকেশ নিজে অন্যের লাভ লোকসানের খেয়াল রাখেন, তাই তাঁর আশা, অন্যরাও তাঁর দিকটা দেখবেন। কিন্তু ‘রইস’ নির্মাতারা যা ঘটিয়েছেন, তাতে আহত হয়েছেন তিনি। তবে বিষয়টা মেনে নিয়েছেন। বিশ্বকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই, নিজের আচরণ নিয়ন্ত্রণই শুধু আমাদের হাতে।

তবে হৃতিক জানিয়েছেন, তাঁর নিজের ‘রইস’ নির্মাতাদের বিরুদ্ধে কোনও ক্ষোভ বা বিদ্বেষ নেই। তাঁর কথায়, তাঁরা নিশ্চয়ই ইচ্ছে করে ‘কাবিল’-এর সঙ্গে একদিনে ছবি মুক্তির ব্যবস্থা করেননি। তবে তাঁরা যদি আর একটু ভেবেচিন্তে ছবি মুক্তির দিন নির্ধারণ করতেন, তবে এই অকারণ সংঘর্ষ এড়ানো যেত বলে তাঁর ধারণা।