নয়াদিল্লি: একটা গানের ভিডিওর দৌলতে সোশ্যাল মিডিয়ায় মাত্র কয়েক ঘন্টার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অষ্টাদশী প্রিয়া বারিয়ার। ভ্যালেন্টাইন দিবসের আগে চোখের অভিব্যক্তিতে সহপাঠীর সঙ্গে প্রেমের আদানপ্রদানের সেই ভিডিও ইন্টারনেটে তুফান তুলেছে। এভাবে খ্যাতির তুঙ্গে ওঠায় উচ্ছ্বসিত প্রিয়া। কেমন লাগছে এই অনুভূতি? এই প্রশ্নের জবাব দিতেও প্রিয়ার মুখে কথা সরছে না যেন। তারপর এক নিশ্বাসে বলে ফেললেন, রাতারাতি গড়ে ওঠা স্টারডম কীভাবে সামলাবেন, তা ভেবে পাচ্ছেন না তিনি।
সমস্ত রেকর্ড ছাপিয়ে ইন্টারনেট এখনও মাতিয়ে রেখেছে আগামী মালায়ালম সিনেমা অরু আদার লাভ সিনেমায় প্রিয়ার গানের ভিডিওটি।
প্রিয়া বলছেন, এই খুশি ভাষায় প্রকাশ করা তাঁর পক্ষে সম্ভব নয়।
আসলে, বাস্তবেই এমনটা যে হতে পারে তা বোধহয় সুদূর কল্পনাতেও ছিল না প্রিয়ার। ওমর লুলু পরিচালিত অরু আদার লাভ-এ প্রথমে একটা ছোট্টখাটো ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন এই কলেজ পড়ুয়া। কিন্তু সবকিছুর মোড় ঘুরিয়ে দিল প্রিয়া অভিনীত গানের দৃশ্য। আরও বলে করে বললে, তাঁর চোখের অভিব্যক্তিতে প্রেমের প্রকাশ।
প্রিয়া বলেছেন, ওই দৃশ্যটি জানুয়ারিতে শ্যুটিং করা হয়েছিল। ওমর ইক্কা আমাকে নতুন একটা কিছু করতে বলেছিলেন। আমি তখন নিজের মতো করে ওই দৃশ্যে তা করি। প্রথম টেকেই সেই অভিনয় একেবারে সঠিক হয়েছিল।
পুরো ঘটনায় নিজের ভাগ্যকেই কৃতিত্ব দিচ্ছেন প্রিয়া। তিনি বলেছেন, গানের ভিডিওটা প্রকাশ্যে এলেই যে এত কিছু হয়ে যাবে, তা কখনওই ভাবিনি।
ত্রিচুরের বিমলা কলেজের বিকমের প্রথম বর্ষের পড়ুয়া প্রিয়া এখন নবার্জিত খ্যাতিটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান। তিনি বলেছেন, গতকাল কলেজে গিয়েছিলাম। আমার শিক্ষক ও সহপাঠীরা দেখছি, আমার চেয়েও অনেক বেশি উচ্ছ্বসিত। আমার পরিবারও খুবই গর্বিত।
প্রিয় সিনেমায় মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। তবে এখন পড়াশোনা চালিয়ে যেতে চান তিনি। সেই সঙ্গে গান ও নাচের ক্লাসও।
ভালোবাসা সম্পর্কে তাঁর ধারনা কী? এই প্রশ্নের উত্তরে প্রিয়া বলেছেন, প্রেম তো মায়াজালের মতো। এটা একেবারেই অপ্রতিরোধ্য। সময় বদলেছে। এই আধুনিক যুগেও প্রেমের আকর্ষণ দুর্নিবার। সিনেমার ওই দৃশ্যটাতে আমরা স্কুলের দুই পড়ুয়ার একে অপরের ভালোলাগার অনুভূতি প্রকাশ করেছি। আর সেই ভালোলাগাটা প্রেমের সবচেয়ে মধুর অংশ। চোখে চোখে কথা বলা, হঠাত্ করে লজ্জা রাঙা হয়ে যাওয়াটা খুবই মিষ্টি।
ভ্যালেন্টাইন দিবসের আগে প্রিয়া তাঁর অনুরাগীদের ভালোবাসা ও খুশির শুভকামনা জানিয়েছেন। তিনি বলেছেন, আমি সত্যিকারের ভালোবাসায় বিশ্বাস করি। প্রত্যেক প্রজন্ম ধরেই এই প্রেমের ধারা একইভাবে বয়ে চলেছে। প্রেমের এই সম্মোহনী শক্তিকে বশ করার ক্ষমতা প্রযুক্তি বা আধুনীকিকরণ, কারুরই নেই।