কলকাতা: তাঁদের আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কয়েক মাস হল। অথচ এখনও অভিনেত্রীর ইনস্টাগ্রামে এখনও নায়কের উপস্থিতি! কোনও এক পাহাড়ে কাটানো সুখস্মৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। আর সেখানে তাঁর সঙ্গে দেখা গেল জিতু কমল (Jeetu Kamal)-কে। 


জিতু-নবনীতার বিবাহবিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন নবনীতাই। সেই সময়েই তিনি লিখেছিলেন, তিনি আলাদা থাকছেন জিতুর থেকে। এই খবরে সিলমোহর দিলেও, কখনও নিজেদের মধ্যের সমস্যা নিয়ে মুখ খোলেননি জিতু। সবসময়েই তিনি বলেছেন, নবনীতার সঙ্গে অনেক ভাল মুহূর্ত কাটিয়েছেন তিনি, কেবল সম্পর্ক ভেঙে গিয়েছে বলে তাঁর অবমাননা করতে চান না।


সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন নবনীতা। সেটি আসলে পুরনো একটি রিল। সেখানে ব্যবহার করা হয়েছে একটি কবিতা। তাতে বিচ্ছেদের সুর। বিচ্ছেদের পরে যোগাযোগ রাখার, কথা বলার আর্তি, ফের ছেড়ে থাকার বেদনা... সবই যেন ফুটে উঠেছে সেই কবিতায়। আর সেইসঙ্গে নবনীতা যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, সেটি সুখের মুহূর্তের। কোনও এক পাহাড়ের কোলে একসঙ্গে মজা করছেন, হাসছেন, আনন্দে মজেছেন জিতু নবনীতা। 


এই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন, ফের এক হয়েছেন জিতু-নবনীতা। এই ভিডিও বোধহয় সদ্য তোলা। তাঁরা একসঙ্গে ঘুরতে গিয়েছেন পাহাড়ে। আর সেখানে গিয়েই মিটেছে মান-অভিমান। তবে... এই ভিডিও পুরনো। নভেম্বর মাসে আইনত বিচ্ছেদ হয়ে যায় জিতু-নবনীতার। বর্তমানে তাঁরা ব্যস্ত নিজের নিজের জীবনে। আপাতত ধারাবাহিক শেষ হয়েছে নবনীতার। অন্যদিকে, সদ্য মুক্তি পেয়েছে জিতুর একটি ছবি, 'যখন কুয়াশা ছিল'। জিতু অবশ্য কাজের বাইরে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে তেমন স্বচ্ছন্দ্য নয়। সোশ্যাল মিডিয়াতেও নিজের ছাড়া অন্য কারও ছবি শেয়ার করেন না তিনি। কাজ ও নিজের ছবিই শেয়ার করে নেওয়া জিতুর পছন্দ।


 






আরও পড়ুন: Rakulpreet-Jacky Wedding: তারকাখচিত রকুল-জ্যাকির রাজকীয় বিবাহ, হাজির হলেন বিটাউনের কোন কোন অভিনেতা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।