আবির দত্ত, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali Update) আরও একটি গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। গণধর্ষণ, হুমকি দেওয়ার অভিযোগে শিবু-সহ ৩জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।       

  


আরও একটি গণধর্ষণের অভিযোগ: সম্প্রতি তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিয়ে, গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ করেন এক মহিলা। সেই ধারা যুক্ত হওয়ার, কিছুক্ষণের মধ্য়েই সন্ধেয় গ্রেফতার হন তৃণমূলের ব্লক সভাপতি শিবপ্রসাদ। এবার, আরও এক মহিলা এই শিবু হাজরা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ দায়ের করলেন। গত ১৯ ফেব্রুয়ারি, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন এক মহিলা।           


তাঁর অভিযোগ, শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে তাঁকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। লিখিত অভিযোগে ওই মহিলা শিবপ্রসাদ হাজরা-সহ ৩ জনের নামে অভিযোগ করেছেন। পরে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়েও অশ্লীল কাজ করতে একাধিকবার বাধ্য করা হয় বলে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। প্রশাসনের বিরুদ্ধেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি। নির্যাতিতার দাবি, প্রশাসনের দ্বারস্থ হলে মিটমাট করে নিতে বলা হয়। এই লিখিত অভিযোগ পাওয়ার পরই পুলিশ গণধর্ষণ, হুমকি, বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করে। বুধবার, বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা মহিলা।


শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ সন্দেশখালির। একইসঙ্গে ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও। জমি দখল, দুর্নীতি, ধর্ষণ, নির্যাতনের মতো ভুরিভুরি অভিযোগ শেখ শাহাজাহান বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েও কোনও লাভ হয়নি বলে একাধিকবার অভিযোগ করেন সন্দেশখালির বাসিন্দারা। পুলিশের সামনেই মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে ছুড়ে ফেলার অভিযোগ করেন এক বিজেপি কর্মীর পরিবারের। এমনকী, অভিযোগকারিণীর বাড়িতেই পুলিশের পোশাকে হামলার অভিযোগও ওঠে। ভুরি ভুরি অভিযোগের মধ্যেই সন্দেশখালিতে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালি থানায় পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সন্দেশখালিতে উপস্থিত রাজ্য পুলিশের ডিজি।           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'মমতার অত্যাচার CPM জমানাকেও ছাপিয়ে যাচ্ছে' আক্রমণ রবিশঙ্কর প্রসাদের