নয়াদিল্লি: এখন প্রায়ই শিরোনামে থাকেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)। তাঁর কাজের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও এখন বেশ চর্চায়। অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ করার পর এখন তাঁর নতুন 'প্রেমিক' প্রসঙ্গও চর্চায়। তারই মাঝে ফুলে সাজানো বিছানায় বসে নববধূর সাজে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। বিয়ে সারলেন আবার? না না! সম্ভবত ধারাবাহিকের দৃশ্যের শ্যুটিংয়ের ফাঁকেই ছবি তুলেছেন। ক্যাপশনেও নজর কাড়লেন। 


'জীবন পারফেক্ট নয়, কিন্তু...', নবনীতার নতুন পোস্ট ভাইরাল


পরনে ওয়াইন রঙের বেনাসরী, কনের সাজ, খোঁপায় গোলাপ ফুলের মালা, সিঁথিতে চওড়া সিঁদুর। বিছানায় বসে পোজ দিয়েছে যা ফুল দিয়ে সাজানো। ফুলশয্যার খাট যে সাজানো তা বেশ বোঝা যাচ্ছে। আর দুটি ছবি দেখা গেল ড্রেসিং টেবিলের সামনে। 


একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'জীবন পারফেক্ট নয়... কিন্তু আমার শাড়ির প্লিট নিখুঁত বটে...'। অভিনেত্রীর ছবিতে অবশ্য ভালবাসা ঢেলে দিয়েছেন তাঁর অনুরাগীরা। কেউ লিখলেন, 'মিষ্টি'। কেউ লিখলেন, 'কী সুন্দর হাসি'। অনেকে আবার বলেন, 'অপূর্ব সুন্দরী'। 


 






অন্যদিকে ২৮ অগাস্ট জন্মদিন ছিল অভিনেতা জিতু কমল। কিন্তু সেদিন নবনীতার তরফ থেকে কোনও শুভেচ্ছাবার্তা আসেনি। নবনীতার পোস্ট দেখে জানা যায় তিনি গোয়ায় ছুটি কাটাচ্ছিলেন। সফরে তাঁর সঙ্গী কে, সেই নিয়েও শুরু হয় চর্চা। তবে সেই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেত্রী। যদিও ৩ অগাস্ট ছিল নবনীতা দাসের জন্মদিন। ২০২০ সালে অভিনেত্রীর জন্মদিন পালনের মেমরি রিশেয়ার করে অভিনেতা কেবল লিখেছিলেন, 'খুব খুব খুব ভাল থেকো'। 


আরও পড়ুন: Sukesh-Jacqueline: চিঠিতে জ্যাকলিনকে উৎসর্গ করলেন শাহরুখের 'চলেয়া' গান, পশুদের হাসপাতাল খোলার আশ্বাস সুকেশের


প্রসঙ্গত, তাঁদের বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জল্পনা যখন তুঙ্গে তখন ওঠে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও। ছড়িয়ে যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন জিতু। তাই বিয়ে ভাঙছে জিতু ও নবনীতার। কিন্তু সেই তত্ত্ব অবশ্য নিজেই ফেসবুক লাইভ করে খণ্ডন করেছিলেন নবনীতা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial