Nokia 5G Phone: ভারতে নতুন ৫জি স্মার্টফোন (5G Phone) লঞ্চের পরিকল্পনায় রয়েছে নোকিয়া (Nokia) সংস্থা। তবে এখনও এই ফোনের নাম বা অন্য কোনও কিছু তথ্যই জানা যায়নি। গত ২ সেপ্টেম্বর 'এক্স' মাধ্যমে একটি টিজার ভিডিও শেয়ার করেছিল নোকিয়া কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করবে নোকিয়া। আসন্ন এই ফোনের দাম সম্পর্কে শোনা গিয়েছে মাঝামাঝি রেঞ্জে থাকবে ডিভাইস। 'এক্স' মাধ্যমে নোকিয়া যে টিজার ভিডিও শেয়ার করেছে সেখানে ৬ সেপ্টেম্বর- এই তারিখের উল্লেখ রয়েছে। অনুমান করা হচ্ছে, হয়তো এই দিনেই ভারতে ৫জি ফোন লঞ্চ করে ব্যবসার পরিমাণ বাড়বে নোকিয়া সংস্থা। তবে নোকিয়া কর্তৃপক্ষ এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করে। এমনকি শুধু ৫জি ফোন লঞ্চ করবে, এই তথ্য ছাড়া আসন্ন ফোন সম্পর্কে আর কিছুই জানায়নি নোকিয়া কর্তৃপক্ষ। 


 






সেপ্টেম্বর মাসের শুরুতেই কয়েকটি ফোন লঞ্চ হয়েছে ভারতে


ইনফিনিক্স জিরো৩০ ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফ্লিপকার্টে এই ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ইনফিনিক্স জিরো২০ মডেলের সাকসেসর হিসেবে এই নতুন ফোন লঞ্চ হয়েছে। 


মোটো জি৮৪ ৫জি- এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর থেকে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। একটিই স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে মোটো জি৮৪ ৫জি ফোন। এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটো জি৮২ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে এই ফোন। 


আইকিউওও জেড৭ প্রো ৫জি- এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন এবং আইকিউওও সংস্থার ওয়েবসাইট থেকে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের ইনস্ট্যান্ট মেসেজ, পাঠানো যাবে ৬০ সেকেন্ডের রিয়েল-টাইম ভিডিও