কলকাতা: গানে গানে তাঁকে চেনা। তিনি সকলের প্রিয় নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তবে এবার আর গান নয়, বড়পর্দায় একঝাঁক তারকা নিয়ে আসছেন নচিকেতার গল্প। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক (First Look)।
প্রকাশ্যে নচিকেতার গল্পের প্রথম লুক
এবার নচিকেতা চক্রবর্তীর আগুনপাখির গল্প বড়পর্দায়। ছবির নাম 'আজকের শর্টকাট' (Ajker ShortCut)। নচিকেতার গল্পে অভিনয় করছেন একঝাঁক তারকা। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন পরিচালক সুবীর মণ্ডল (Subir Mondal)।
ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অপু বিশ্বাস, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শঙ্কর দেবনাথ, চন্দন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা বসুকে।
এই ছবির হাত ধরেই প্রথমবার ওপার বাংলার নায়িকা অপু বিশ্বাস কাজ করবেন ভারতীয় সিনেমায়। এর আগে সুরে ও গানে দর্শকদের মনে আলাদা জায়গা নিয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। কিন্তু এবার আর গান নয়, বাংলার জ্বলন্ত সমস্যা 'বেকারত্ব'কে নিয়ে গল্প বুনেছেন শিল্পী নচিকেতা।
ছবির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতি দিন ভারতে চিকিৎসা করাতে আসেন। তাঁদের নিয়েই এই গল্প। বাংলাদেশ থেকে আসা তেমনই এক তরুণীর চরিত্রে অপু। ঘটনাচক্রে যাঁর আলাপ হবে গৌরবের সঙ্গে। ঘটনার অভিঘাতে নির্দিষ্ট সময়ের পরে সমান্তরাল খাতে বইবে দুই ভিন্ন মেরুর বাসিন্দার জীবন। কীভাবে? সেটাই গল্পের মূল আকর্ষণ।
ছবিটি মুক্তি পাবে 'করমণ্ডল প্রোডাকশন'-এর ব্যানারে। কলকাতার একাধিক অংশে যেমন বিধাননগর, রাজারহাট, নিউটাউনে ছবির শ্যুটিং হয়েছে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ। গানের দায়িত্বে কাহিনিকার স্বয়ং।
অন্যদিকে মুক্তির অপেক্ষায় অর্ণব মিদ্যা পরিচালিত তিনটি গল্পের অ্যান্থলজি। সেই ছবির টাইটেল ট্র্যাক রেকর্ডিং শেষ হল। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রণজয় ভট্টাচার্য। গান রেকর্ড করলেন নচিকেতা। 'সেদিন কুয়াশা ছিল' ছবির টাইটেল ট্র্যাক লিখেছেন এবং তৈরি করেছেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য। নচিকেতার সঙ্গে কাজ করে আপ্লুত তিনি।