কলকাতা: ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (75th Independence Day) উপলক্ষ্যে বিনোদন দুনিয়ায় একের পর এক বড় ঘোষণা। সকাল থেকে বলিউড ও টলিউডের একাধিক ছবির প্রথম ঝলক এসেছে প্রকাশ্যে। সেই ধারা অব্যাহত রেখে এবার নতুন ছবির ঘোষণা করলেন রানা সরকার (Rana Sarkar)। পরিচালনায় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। নতুন ছবির নাম 'বারুদ ও আদালত' (Barud O Adalat)। 


পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি


স্বাধীনতা দিবসে নতুন ছবির টিজার পোস্ট করলেন রানা সরকার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'বারুদ ও আদালত' ছবির নিবেদনে রানা সরকার। টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হল, 'বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার অপপ্রচেষ্টাকে প্রতিরোধ করতে, আজ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি দিবসে ও ঋষি অরবিন্দ ঘোষের জন্ম জয়ন্তীতে, ঐতিহাসিক আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকা মানুষের সামনে তুলে ধরতে আমাদের নতুন প্রয়াস' (অপরিবর্তিত)


ক্যাপশন, টিজার ও নামেই স্পষ্ট আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের এক বহুচর্চিত অধ্যায় তুলে ধরা হবে এই ছবিতে। প্রসঙ্গ, আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভূমিকা। ছবির জন্য গবেষণা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পোস্টার তৈরি করেছেন একতা ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন রণজয় ভট্টাচার্য। 


 






অন্যান্য ছবির টিজার প্রকাশ


এই বিশেষ দিনে আরও একাধিক দেশাত্মবোধক ছবির টিজার প্রকাশ্যে এসেছে। বাংলা ছবির অন্যতম তারকা দেবকে এবার দেখা যাবে বাঘা যতীনের ভূমিকায়। আজই প্রকাশ্যে এসেছে সেই ছবির টিজার। অন্যদিকে বলিউডে ঈশান খট্টরের দেশাত্মবোধক ছবি 'পিপ্পা'রও টিজার প্রকাশ পেয়েছে আজই।


আরও পড়ুন: 'Pippa' Teaser Out: ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতার চরিত্রে ঈশান খট্টর, প্রকাশ্যে 'পিপ্পা' ছবির টিজার