কলকাতা: এইবছর কান ফিল্ম ফেস্টিভ্যালে (2024 Cannes Film Festival) আলাদা করে নজর কেড়েছেন, চর্চায় থেকেছেন যিনি, তিনি কোনও অভিনেত্রী নন। ন্যান্সি ত্যাগী (Nancy Tyagi)। ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার (Indian Fashion Influencer)। কানের রেড কার্পেটে তিনি উপস্থিত হয়েছিলেন নিজের তৈরি পোশাকেই। হিন্দিতেই দিয়েছিলেন সাক্ষাৎকার। যে রেড কার্পেটের জন্য নিজেদের তৈরি করতে তাবড় তাবড় অভিনেত্রীরা খরচ করেন লাখ লাখ টাকা, সেখানে সবার মন কেড়ে নিয়েছিল ন্যান্সির আত্মবিশ্বাস। তবে সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে, তাঁর কান সফরের অন্দরের গল্প শোনালেন ন্যান্সি।
এখন মুখে মুখে কেবল ন্যান্সিরই নাম। তাঁর পোশাকের অভিনবত্ব থেকে শুরু করে তাঁর আত্মবিশ্বাস, সমস্তটাই রয়েছে চর্চায়। সদ্য ন্যান্সি একটি সাক্ষাৎকারে জানান, তাঁর বাবা চাননি যে তিনি কানের রেড কার্পেটের মতো আন্তর্জাতিক মঞ্চে আসুন, হাঁটুন। এর কারণ হিসেবে ন্যান্সি জানান, প্রথমে কথা ছিল, তাঁর সঙ্গে তাঁর ভাই আসবে এই রেড কার্পেটে। দিদির সঙ্গে থাকা, তাঁকে আগলে রাখাই ভাইয়ের উদ্দেশ্য। তবে বিশেষ কারণবশত, বাতিল হয়ে যায় ন্যান্সির ভাইয়ের রেড কার্পেটে আসা। এর ফলেই তাঁর বাবা চাননি যে ন্যান্সি আসুন রেড কার্পেটে।
ন্যান্সি আরও বলেন, বাবা যখন ভীষণই বেঁকে বসেছেন, তখন ন্যান্সির সহায় হয়েছিলেন মা। ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সারের মা তাঁর বাবাকে বলেন, 'ন্যান্সি যাচ্ছে। এটা নিয়ে অনুমতি চাইছি না, শুধু জানাচ্ছি।' এরপরে, কার্যত বাবার অনুমতি ছাড়াই কানে চলে আসেন ন্যান্সি। বাকিটা ইতিহাস। একদিন হালকা গোলাপি বিশাল টেলের গাউন, অন্যদিন নীলচে আভার পোশাকে তাক লাগান ন্যান্সি। চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই ফ্যাশান ইনফ্লুয়েন্সার। ফ্রেঞ্চ রিভেরিয়ার মঞ্চে দাঁড়িয়ে যিনি অবলীলায়, স্বচ্ছন্দভাবে হিন্দিতে কথা বলে যেতে পারেন, নিজের তৈরি পোশাকে তাক লাগিয়ে দিতে পারেন... সেই আত্মবিশ্বাসকেই কুর্ণিশ করছে নেটদুনিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।