কলকাতা: একই দিনে মুক্তি পাচ্ছে দুটো ছবি। একটি রাজ চক্রবর্তীর। আরেকটি সৃজিত মুখোপাধ্যায়ের। একটি নন্দনে শো টাইম পেলেও, অপরটি কেন পেল না? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক সৃজিত।


অনীক দত্ত’র ‘অপরাজিত’র পর এবার সৃজিত মুখোপাধ্যায়ের 'X=প্রেম'। ফের নন্দনে শো-টাইম না পাওয়া নিয়ে বিতর্ক! ফেসবুকে এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সৃজিত! নন্দনে, রাজ চক্রবর্তীর ছবি ‘হাবজি গাবজি’ জায়গা পেলেও, কেন তাঁর ছবি ‘ 'X=প্রেম' জায়গা পেল না? এই নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। 


শুক্রবার একই সঙ্গে মুক্তি 'হাবজি গাবজি' ও 'X=প্রেম'। ফেসবুকে সৃজিত লিখেছেন, 'দুটো ছবি একইদিনে মুক্তি পাচ্ছে। দুটো ছবিই নন্দনে দেখানোর জন্য আবেদন করা হয়েছে। সেখানে একটি ছবি প্রদর্শনের অনুমতি মিললেও, বাদ পড়ল অন্যটি। স্বচ্ছভাবে বিষয়টিকে দেখলে, দুটি ছবিরই জায়গা পাওয়া উচিত ছিল, নয়তো কোনটিই নয়।'




এবিপি আনন্দকে মোবাইল ফোনে সৃজিত জানান, রাজ চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিগত বিবাদ নেই। তিনি রাজকে ফোন করে বিষয়টি জানতে চান। এবিপি আনন্দকে সৃজিত বলেন, 'ফোন করে বলি, কী হল... রাজ বলে, নন্দনের লোকরা বলতে পারবে। ঝগড়াঝাটির বিষয় নয়। কিন্তু এটা হল কেন? সেটা জানতে চাই। ইয়ং এজ যদি নন্দনে না দেখতে পায়, আমার ব্যবসায়িক ক্ষতি হবে।'


আরও পড়ুন: Nandita on KK Demise: 'কলকাতার প্রশাসন কে কে’কে হত্যা করেছে', সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ওম পুরীর স্ত্রী


যদিও সৃজিতের পোস্টকে গুরুত্ব দিতে নারাজ পরিচালক রাজ চক্রবর্তী। এবিপি আনন্দকে মোবাইল ফোনে তিনি বলেন, 'ছবি মুক্তির আগে বিতর্ক তৈরি করার ইচ্ছে নেই। ছবি কথা বলবে। আমি এসবে নেই। যাঁরা কনট্রোভার্সি করে ছবি করতে চায়, তাঁদের মধ্যে নেই। ওঁর ছবি তো প্রিয়া, নবীনা নেয়নি।'


নন্দন, যার নামকরণ থেকে নামাঙ্কণ করেছিলেন সত্যজিৎ রায়... তাঁর ‘পথের পাঁচালী’ নির্মাণের ইতিহাস নিয়ে তৈরি, অনীক দত্ত’র ছবি ‘অপরাজিত’ সেখানে শো টাইম না পাওয়ায়, বিতর্ক হয়েছিল। এবার সৃজিত মুখোপাধ্যায়ের এক্স ইকুয়েলটু প্রেম নিয়ে...একইরকম বিতর্ক।