কলকাতা: বাংলা ছবিতে যে এই প্রথমবার গান গাইছেন নন্দী সিস্টার্স (Nandi Sisters).. এই খবর ইতিমধ্যেই সবার জানা। তবে তা কি গান.. সেটা মুক্তির আগে পর্যন্ত প্রকাশ্যে আনেনি উইন্ডোজ প্রযোজনা সংস্থা (Windows Production House)। পুজোর আগে, পুজোর গন্ধ মেখে মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালিত ছবি রক্তবীজ (Roktobeej)-এর নতুন গান, 'নাক্কু-নাকুড়, না যাও ঠাকুর'।
দুর্গাপুজোর আবহে এই প্রথম সাসপেন্স থ্রিলার গল্প বুনেছেন শিবপ্রসাদ-নন্দিতার জুটি। এক পর্দায় আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee), কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল। খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'রক্তবীজ'। ২০১৪ সালের ২ অক্টোবর, দুর্গাষ্টমীর দিন খাগড়াগড়ের একটি ২ তলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনার ভিত্তিতেই তৈরি হচ্ছে এই ছবি।
আর এই ছবির হাত ধরেই প্রথম বাংলা ছবিতে শোনা যাবে নন্দী সিস্টার্সের কণ্ঠ। সোশ্যাল মিডিয়ায় এই দুই বোনের গান ভাইরাল। সুরেলা কন্ঠ ইতিমধ্যেই জিতে নিয়েছে হাজার হাজার মানুষের মন। ইতিমধ্যেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তাঁরা। মনি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এ গান গেয়েছেন তাঁরা। দিদি অন্তরা কাজ করেছেন এ আর রহমানের (A R Rahman) সঙ্গেও। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তাঁদের ব্যালকনি কনসার্ট। পুণে নিবাসী এই দুই বোনের গলায় একাধিকবার শোনা গিয়েছে বাংলা গানও। তবে এর আগে কখনও বাংলা ছবিতে কাজ করার সুযোগ পাননি তাঁরা। সেই সুযোগ এল নন্দিতা-শিবপ্রসাদের হাত ধরেই। 'অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা ও সুরে একটি গান গেয়েছেন তাঁরা। রেকর্ডিংয়ে হাজির ছিলেন অনিন্দ্যও। আর সদ্য মুক্তি পেয়েছে তাঁদের এই গান। ইতিমধ্যে প্রশংসিতও হয়েছে এই গানটি।
অন্যদিকে, এই ছবি জায়গা করে নিয়েছে IMDB-র তালিকায়। লিও ছবিটির পরে ২ নম্বরে রয়েছে এই ছবিটি। নতুন এই ঘরানা নিয়ে দর্শকদের যেমন প্রত্যাশা রয়েছে, তেমনই আশা রয়েছে পরিচালকদেরও।
আরও পড়ুন: Dev on Baghajatin: মঞ্চে মিলে গেলেন সাংসদ আর অভিনেতা, ছোটদের স্কুলে হাজির হয়ে অন্য মেজাজে দেব