করাচি: ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যতই তলানিতে থাকুক না কেন, দু’দেশের মানুষের যোগাযোগ যে আগের মতোই আছে, সেটা ফের প্রমাণ হয়ে গেল। করাচিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন বাহুবলীর পরিচালক এস এস রাজামৌলি, প্রখ্যাত অভিনেত্রী নন্দিতা দাস, অভিনেতা বিনয় পাঠক ও চলচ্চিত্র প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা। তাঁরা বিভিন্ন ধারার ছবি বিষয়ক একটি আলোচনাসভায় যোগ দেন।


এই আলোচনাসভায় বাহুবলী ২ এর প্রযোজক শোভু বলেন, ‘ভারতে বিভিন্ন বয়সের দর্শকদের জন্য বাণিজ্যিক ও সমান্তরাল ছবি তৈরি হয়। কিন্তু বাহুবলী মূলধারার ছবি হওয়ায় সবাই এটি উপভোগ করেছেন।’

রাজামৌলি বলেন, ‘একটি ছবির গল্প যদি শক্তিশালী হয়, তাহলে সেটি মূলধারার হোক বা সমান্তরাল, দর্শকরা পছন্দ করবেনই। পরিচালক কীভাবে তাঁর ছবির গল্প উপস্থাপিত করতে চান, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’