কলকাতা: আসানসোল-রানিগঞ্জে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রামনবমীর মিছিল ঘিরে দিন কয়েক আগে অশান্ত হয়ে ওঠে পশ্চিম বর্ধমানের আসানসোল-রানিগঞ্জ। শনিবার সেই সব এলাকা পরিদর্শনে যান তিনি। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এরই মাঝে সার্কিট হাউসে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে বিতর্ক। রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীও। পিটিআইয়ের খবর, তৃণমূল মহাসচিব রাজ্যপাল বেছে বেছে নির্দিষ্ট কিছু এলাকায়ই গিয়েছেন বলে অভিযোগ করেন। বলেন, লোকে তো ওনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করবেই। আমরা জানি, বিজেপি নেতারা ওনার সঙ্গে দেখা করেছেন।
শনিবার সকাল ১১টা ৫-এ আসানসোল সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল। সার্কিট হাউসে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। বৈঠকের সময় তাঁর সঙ্গে দেখা করতে আসেন পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপি নেতা পবন কুমার সিংহ। তাঁদের নিয়ে সার্কিট হাউসে বৈঠক করেন রাজ্যপাল। বিজেপি নেতা সাংবাদিকদের বলেন, রাজ্যপালকে এখানকার সামগ্রিক পরিস্থিতি, সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের কথা বলেছি। তাঁকে রিপোর্ট দিয়েছি।
সার্কিট হাউস থেকে বেরিয়ে আসানসোলের চাঁদমারি, শ্রীনগর, কল্যাণপুরের মতো একাধিক এলাকায় যান রাজ্যপাল। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন, সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ-অভিযোগের কথাও শোনেন।
এরপর আসানসোল থেকে রানিগঞ্জে যান কেশরীনাথ ত্রিপাঠী। সফর শেষে সার্কিট হাউসে ফিরে শান্তি বজায় রাখার আহ্বান জানান রাজ্যপাল। বলেন, শান্তি রক্ষাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শান্তি, সৌহার্দ্যের বার্তা দিতেই এসেছি। সবাই শান্তিতে থাকুন, পরস্পরকে শ্রদ্ধা করুন। এমন ঘটনার পুনরাবৃত্তি অবশ্যই হওয়া উচিত নয়। প্রত্যেকে অপরের ধর্মীয় রীতিকে সম্মান করে চলুন।
এরই মধ্যে আসানসোল যেতে গিয়ে ১৪৪ ধারা জারি থাকায় পুলিশের বাধার মুখে পড়ে কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিবাদে কালনা মোড় অবরোধ করে তারা।
বুধবারই আসানসোল-রানিগঞ্জ যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রাজ্যপাল। কিন্তু, নিরাপত্তার কথা বলে তাঁকে সেখানে না যাওয়ার পরামর্শ দেয় রাজ্য সরকার। অবশেষে শনিবার রানিগঞ্জ-আসানসোলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল। আর এই সফরে রাজ্যপাল-বিজেপি নেতৃত্ব বৈঠক ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।