অনেকের মতে, প্রধানমন্ত্রীর এই আবেদনকে কটাক্ষ করেছেন অভিনেত্রী তাপসী পান্নু। কারণ, এর আগেও তিনি মোদির সমালোচনা করেছেন। তিনি ট্যুইট করেন, ‘নতুন কাজ পেলাম। ইয়ে ইয়ে ইয়ে!’ তাপসীর এই ট্যুইট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তাপসীকে পাল্টা বিদ্রুপ করতেও ছাড়েননি অনেকে। এক ব্যক্তি লিখেছেন, ‘তাপসী তোমার নতুন ছবিও ফ্লপ হবে। ইয়ে ইয়ে ইয়ে!’ তাপসীর তরফ থেকে অবশ্য কোনও জবাব আসেনি।
প্রধানমন্ত্রীর আবেদনকে ঘিরে দুই মেরুতে বলিউড। কেউ বাহবা দিচ্ছেন। কেউ কটাক্ষ করছেন। মোদির বার্তা নিয়ে স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের মন্তব্য, ‘রবিবার দেশের সংহতির ইন্ডোর শো। এটা কিন্তু দীপাবলি নয়।’ ‘এইটিথ্রি’ ছবিতে মহিন্দর অমরনাথের চরিত্রে যিনি অভিনয় করছেন, সেই শাকিব সালেমের পোস্টেও ব্যঙ্গের ছোঁয়া। তাঁর ট্যুইট, ‘বিগ বসের নতুন কাজের ঘোষণা কী শুনেছ।’
‘আর্টিকল ফিফটিন’, ‘থাপ্পড়’-এর মতো ছবির পরিচালক অনুভব সিংহের টুইট, ‘মিস্টার মোদি দেশের মানুষকে যেভাবে চেনেন, তা অন্য কেউ চেনেন না।’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী আবার মোদির সমালোচকদের এক হাত নিয়ে লিখেছেন, ‘মূর্খরা মোদিকে নিয়ে ট্রোল শুরু করার আগে জানিয়ে রাখি, ভারত সেরা নেতাকে পেয়েছে...। কঙ্গনা রানাওতের বোন রঙ্গোলিও প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাহবা জানিয়েছেন।