কলকাতা: অবসর ঘোষণা করেছেন বিক্রান্ত মেসি (Vikrant Massey)। আর তাঁর অবসর ঘোষণার দিনই এই পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিক্রান্ত মেসির অবসর ঘোষণার দিনই দিল্লিতে তিনি প্রথমবার দেখলেন বিক্রান্ত অভিনীত 'দ্য সবরমতী রিপোর্ট' (‘The Sabarmati Report’)। গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেসের যে এস-৬ কামরাটি পুড়ে গিয়েছিল, সেই কোচটিকে নিয়েই গল্প তুলে ধরা হয়েছে 'দ্য সবরমতী রিপোর্ট' সিনেমায়। এই ছবিতে বিক্রান্ত অভিনয় করেছেন একজন সাংবাদিকের চরিত্রে। সোমবার বালযোগী প্রেক্ষাগৃহে বিকেল ৪টের সময়ে এই ছবিটি দেখেন নরেন্দ্র মোদি। এদিন তাঁর সঙ্গে ছিলেন অমিত শাহও।
সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা দেখে নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'খুব ভাল করে গল্পটা বলা হয়েছে। আর হ্যাঁ, গল্পের মধ্যে দিয়ে সত্যিটা বেরিয়ে এসেছে। আর সেটা এভাবেই যাতে সাধারণ মানুষ কথাগুলো বুঝতে পারেন। মিথ্যে কথা খুব কম সময়ের জন্যই থাকে। আসল ঘটনা কখনও না কখনও সামনে বেরিয়ে আসেই।' একই সুরে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনিও বলেছেন যে এই ছবির মাধ্যমে অবশেষে গোধরাকাণ্ডের সত্যিটা বাইরে বেরিয়ে এসেছে।
অন্যদিকে, অভিনেতা পয়লা ডিসেম্বরই সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন বিক্রান্ত ম্যাসি। বলেন, উপযুক্ত সময় না হওয়া পর্যন্ত তিনি বিরতিতে থাকবেন। চলচ্চিত্র থেকে সাময়িক অবসরের কারণ তিনি স্পষ্ট করেননি। পরবর্তী পরিকল্পনা সম্পর্কেও কোনও উল্লেখ নেই তাঁর সাম্প্রতিকতম পোস্টে। ভক্তদের হতবাক করেছে বিক্রান্তের এই পোস্ট। তিনি জানিয়েছেন, ছবির জগতে তাঁর গত কয়েক বছরের সফর সত্যিই অসাধারণ ছিল। পাশে থাকার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন বিক্রান্ত। তবে সকলকে আশ্চর্য করে তিনি লিখেছেন, নিজেকে নতুন করে তৈরি করার সময় হয়েছে। একজন স্বামী হিসেবে, বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবে। তিনি উল্লেখ করেছেন, ২০২৫ সালে শেষবারের মতো দেখা হবে। শেষ ২টি ছবি ও প্রচুর মুহূর্ত রয়েছে মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো ।
আরও পড়ুন: Sobhita Dhulipala: লাল রেশমের শাড়িতে ‘পেল্লি কুথুরু’ হল শোভিতার, লাজে রাঙা নববধূ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।