নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর জীবন নির্ভর নতুন ছবির ঘোষণা। বুধবার, ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিলেন মোদি। আর তাঁর জন্মদিনেই নতুন বায়োপিকের ঘোষণা হল, যাতে মুখ্যচরিত্রে দেখা যাবে মলয়ালি অভিনেতা উন্নি মুকুন্দনকে। এর আগে, ২০১৯ সালে ‘PM Narendra Modi’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছিল, সেটিও মোদির বায়োপিক-ই ছিল। ওই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয়। তবে এবার সিলভার স্ক্রিনে ‘বিপ্লবে’র আখ্যান তুলে ধরা হবে বলে দাবি ছবির নির্মাতাদের। (Maa Vande Movie)

Continues below advertisement

মোদির দ্বিতীয় বায়োপিকের নাম রাখা হয়েছে ‘Maa Vande’, অর্থাৎ ‘মা বন্দে’। ছবিটি প্রযোজনা করছে ‘সিলভার কাস্ট ক্রিয়েশন্স’। মোদির চরিত্রে দেখা যাবে উন্নি মুকুন্দনকে। ছবির ফার্স্টলুক সোশ্য়াল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘একজন মানুষের কাহিনি, যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে যা আগামী প্রজন্মের জন্য বিপ্লব হয়ে ওঠে। ‘মা বন্দে’...প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। পুনরুজ্জীবিত হোক গৌরব, আরও ঔজ্জ্বল্য অপেক্ষা করছে’। (Narendra Modi Birthday)

‘সিলভার কাস্ট ক্রিয়েশন্স’ জানিয়েছে, মোদির জীবনের অনুপ্রেরণায় ‘শক্তিশালী’ বায়োপিক তৈরি করছে তারা। শৈশবকাল থেকে রাষ্ট্রনেতা নেতা হয়ে ওঠা, সবকিছুই ফুটিয়ে তোলা হবে ছবিতে। বিশেষ করে মা হীরাবেন মোদির সঙ্গে তাঁর যে গভীর বোঝাপড়া, তা তুলে ধরা হবে। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে মাকে পাশে পেয়েছেন মোদি। গোটা দেশে, ইংরেজি-সহ একাধিক ভাষায় ছবিটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে। (Narendra Modi Biopic)

Continues below advertisement

‘মা বন্দে’ ছবিটি পরিচালনা করবেন ক্রান্তি কুমার সিএইচ। সিনেমাটোগ্রাফির দায়িত্বে কেকে সেন্থিল কুমার, যিনি ‘বাহুবলী’, ‘ইগা’র মতো ছবিতে জাত চিনিয়েছেন। সঙ্গীতের দায়িত্বে রবি বসরুর। সম্পাদনার দায়িত্বে রয়েছেন শ্রীকার প্রসাদ। ছবির মুক্তির দিন যদিও ঘোষণা হয়নি এখনও। 

অন্য দিকে, ১৭ সেপ্টেম্বর ৭৫ বছরে পা দিলেন মোদি। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বহু মানুষই। সেই তালিকায় নাম রয়েছে তাবড় তারকাদেরও। রজনীকান্ত, মোহনলাল, পবন কল্যাণ, কমল হাসন, জুনিয়র এনটিআর মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী থেকে বিরোধী শিবিরের নেতা, শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি কেউ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও সোশ্যাল মিডিয়ায় মোদিকে শুভেচ্ছা জানান।