বিচ্ছেদের অবসান! উদয় চোপড়াকে বিয়ে করতে চলেছেন নার্গিস ফকরি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Nov 2017 04:06 PM (IST)
মুম্বই: প্রেম, তারপর বিচ্ছেদ, অবশেষে আবার জোড়া লাগল নার্গিস ফকরি-উদয় চোপড়া সম্পর্ক? সূত্রের দাবি, সমস্ত মান অভিমান সরিয়ে রেখে শীঘ্রই বিয়ে করতে চলেছেন নার্গিস-উদয়। তবে অন-ক্যামেরা এই জুটি কখনওই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। ইদানিং তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢু মারলে একটি কথা বোঝা যায়, দুজনের সম্পর্কের ভাঙন কেটে ফের বসন্তের হাওয়া লেগেছে। এমনকি চোপড়া পরিবারের এক ঘনিষ্ঠ সদস্যের দাবি, খুব তাড়াতাড়িই তাঁদের পরিবারে আবার একটি বিয়ে লাগতে চলেছে। মনে করা হচ্ছে আগামী বছরের শুরুতেই হবে এই বিয়েটি। ওই ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ উদয়। কিন্তু নার্গিসই কিছুটা কমিটমেন্টফোবিয়ায় ভোগেন। গত দুবছর ধরে এই সম্পর্ককে সকলের সামনে আনতে চেয়েছেন উদয়, কিন্তু রাজি ছিলেন না নার্গিস। অনেক সময় তাই সম্পর্ক থেকে পালাতে নিউইয়র্ক চলে যেতেন নার্গিস। তবে বর্তমানে তিনি মুম্বই রয়েছেন, এই সম্পর্ককে নাম দেওয়ার জন্যে। সূত্রের খবর উদয়ের মা প্যাম চোপড়ার সঙ্গেও নার্গিসের সম্পর্ক খুব ভাল। জুহুতে চোপড়াদের বাড়িতে মাঝেমধ্যেই থাকেন নার্গিস। এমনকি এক সাক্ষাতকারে নার্গিস উদয়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, তাঁকে জীবনে পাওয়াটা সত্যিই বড় ভাগ্যের। আপাতত নার্গিস-উদয়ের থেকে অফিসিয়াল ঘোষণা হওয়ার অপেক্ষা।