মুম্বই: করোনা আক্রান্ত হলেন আরও এক অভিনেত্রী। নাতাশা সুরি। মারণ ভাইরাসে আক্রান্ত হওয়া এই অভিনেত্রী প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডও বটে। কিছুদিন আগে তিনি জরুরি কাজে পুনে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্বর আসে, শরীর দুর্বল হয়ে পড়ে। এইসব লক্ষণ দেখার পরই তাঁকে করোনা টেস্ট করার পরামর্শ দেন ডাক্তার। টেস্ট করার পর রেজাল্ট পজিটিভ আসে।
সংবাদিকদের নাতাশা জানিয়েছেন, এখন আমি বাড়িতেই কোয়ারান্টিনে আছি। আমার এখনও জ্বর আছে। যথেষ্ট দুর্বলতাও রয়েছে। আমি ওষুধ খাচ্ছি। ডাক্তারের পরামর্শমতো ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা করছি। আমি দিদা আর বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও কোভিড টেস্ট করা হবে।
‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন নাতাশা। আগামী ১৪ আগস্ট একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। কিন্তু করোনা আবহের মাঝে এবং নিজে করোনা আক্রান্ত হওয়ার পর আর প্রচারে বেরনোর প্রশ্নই থাকছে না।
১০ আগস্ট থেকে এর প্রচার শুরু হবে। অভিনেত্রী বলেন, খারাপ লাগছে প্রচারে অংশ নিতে পারছি না বলে। সিরিজটি নিয়ে আমি খুব আশাবাদী। কারণ খুব ভালো শিল্পীদের সঙ্গে কাজ করেছি। ভূষণ প্যাটেল পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন করণ সিং গ্রোভার, বিপাশা বসু, সোনালি রাউত প্রমুখ।
করোনা আক্রান্ত অভিনেত্রী প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড নাতাশা সুরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2020 03:34 PM (IST)
সংবাদিকদের নাতাশা জানিয়েছেন, এখন আমি বাড়িতেই কোয়ারান্টিনে আছি। আমার এখনও জ্বর আছে। যথেষ্ট দুর্বলতাও রয়েছে। আমি ওষুধ খাচ্ছি। ডাক্তারের পরামর্শমতো ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তোলার চেষ্টা করছি। আমি দিদা আর বোনের সঙ্গে থাকি, তাই তাদেরও কোভিড টেস্ট করা হবে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -