নয়াদিল্লি: আগামী ১৩ অক্টোবর দেশজুড়ে পালিত হবে 'জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩' (National Cinema Day 2023)। আর এই বিশেষ দিনটিকে উদযাপন করতে এক নয়া পদক্ষেপ নিল 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' (Multiplex Association of India - MAI)। ১৩ তারিখ দেশজুড়ে সিনেপ্রেমীরা সস্তায় সিনেমা দেখতে পারবেন প্রেক্ষাগৃহে গিয়ে। মাত্র ৯৯ টাকায় মিলবে ছবির টিকিট, জানানো হয়েছে এমনই। 


'জাতীয় চলচ্চিত্র উৎসব ২০২৩' উদযাপনে পাওয়া যাবে ৯৯ টাকায় সিনেমার টিকিট


মাত্র ৯৯ টাকায় প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোহ। তবে এই তালিকায় বাদ থাকবে রিক্লাইনার ও প্রিমিয়াম ফর্ম্যাটের সিট। ১৩ অক্টোবর দেশজুড়ে 'জাতীয় চলচ্চিত্র দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'। সেই উপলক্ষ্যেই এই সিদ্ধান্ত। 


২০২২ সালে প্রথমবার 'এমএআই'-এর তরফে 'জাতীয় চলচ্চিত্র দিবস' উদযাপন করা হয়। প্রথমে ১৬ সেপ্টেম্বর এই বিশেষ দিনের জন্য প্রস্তাব দেওয়া হলেও পরে তা পিছিয়ে ২৩ সেপ্টেম্বর করে দেওয়া হয়। গত বছর প্রায় ৬৫ লক্ষেরও বেশি মানুষ 'জাতীয় চলচ্চিত্র দিবস'-এ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন, যা ২৩ সেপ্টেম্বরে উদযাপিত হয়েছিল। সিনেমা হলগুলি সাফল্যের সঙ্গে পুনরায় চালু হওয়া উদযাপন করাই ছিল উদ্দেশ্য।


'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া' প্রেসিডেন্ট কমল গিয়ানচন্দানি এক সাক্ষাৎকারে বলেন, 'সব বয়সের দর্শকরা সিনেমা হলে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করতে একত্রিত হয়েছিলেন। আমরা কৃতজ্ঞ ৬.৫ মিলিয়ন ফিল্ম দর্শকদের কাছে যাঁরা সিনেমার টিকিট কেনার জন্য তাঁদের স্থানীয় প্রেক্ষাগৃহে যোগ দেন, যার ফলে ২৩ সেপ্টেম্বর ভারতীয় সিনেমা শিল্পের জন্য বছরের সর্বোচ্চ উপস্থিতির দিন হয়ে উঠেছে।'


'জাতীয় চলচ্চিত্র উৎসব ২০২৩' সালের জন্য ফিল্মের টিকিট দর্শক কিনতে পারবেন অনলাইনেও, 'বুক মাই শো', 'পেটিএম' বা সিনেমা চেনগুলির অফিসিয়াল সাইট থেকে। 'MAI' প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এবারের 'জাতীয় চলচ্চিত্র দিবস' পালিত হবে ১৩ অক্টোবর। দেশজুড়ে ফিল্মের টিকিটের দাম হবে ৯৯ টাকা, মাত্র। 


 






দেশজুড়ে বিভিন্ন মাল্টিপ্লেক্সের প্রায় ৪ হাজারেরও বেশি স্ক্রিন এই উৎসবে অংশ নেওয়ার জন্য একত্রিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে পিভিআর, আইনক্স, সিনেপলিস, মিরাজ, ডিলাইট। ইতিমধ্যেই বিভিন্ন মাল্টিপ্লেক্সের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও পোস্ট করে এই বিষয়ে জানানো হয়েছে। 


আরও পড়ুন: Ambarish Bhattacharya Exclusive: ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নকল করতাম


কীভাবে বুক করবেন টিকিট?


যাঁরা ১৩ অক্টোবর, ৯৯ টাকার টিকিট বুক করতে চান, তাঁরা অনলাইনে 'বুক মাই শো', 'পেটিএম' বা সিনেমা চেনগুলির অফিসিয়াল সাইটে লগ ইন করুন। ধরুন 'বুক মাই শো' থেকে টিকিট কাটবেন। সেখানে নিজের শহর বাছুন। ভারতজুড়ে সব টিকিট ৯৯ টাকায় পাবেন। তারিখ ও সময় বাছুন। পেমেন্ট সম্পূর্ণ করুন। ব্যাস!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial