কলকাতা: ৬৭তম জাতীয় পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে দুটি বাংলা ছবি। সেরা বাংলা ছবির জন্য পুরস্কৃত হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'গুমনামি'। সেরা অ্যাডপটেড চিত্রনাট্যের পুরস্কারও জিতে নিয়েছে 'গুমনামি'। নেতাজি সুভাষ চন্দ্র বোসের অন্তর্ধান রহস্যকে এই ছবির মধ্যে দিতে তুলে ধরেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। নির্বাচনী প্রচারের মধ্যেই তাঁর কাছে এসে পৌঁছল সুখবর।


সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। সারাদিন চলছে প্রচার, বৈঠক। তারই মধ্যে এবিপি লাইভকে অভিনেত্রী বললেন, ‘গুমনামি এমন একটা ছবি, যেটার স্বীকৃতি পাওয়াই উচিত ছিল। আমার ভাবতে ভালো লাগছে আমি এই ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম।‘


ছবির সাফল্যকে উদযাপনের কী পরিকল্পনা রয়েছে? তনুশ্রী বলছেন, ‘আমি এই সবে জানতে পারলাম পুরস্কারের কথা। এখনও টিমের কারও সঙ্গে কথা হয়নি। তবে ভীষণ আনন্দ হচ্ছে এই সাফল্যের খবর। সময় পেলে নিশ্চয়ই কিছু না কিছু উদযাপন হবে। এখন তো প্রচারের কাজে ব্যস্ত।‘


একটি নয়, ৬৭তম জাতীয় পুরস্কারে সম্মানিতের তালিকায় রইল ২টি বাংলা ছবির নাম। 'গুমনামি' ও 'জ্যেষ্ঠপুত্র'। এই দুটি ছবিরই মুখ্যভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুই ছবিতে ৪টে জাতীয় পুরষ্কারের খবর শুনে খুশি তিনিও।


এবিপি লাইভকে প্রসেনজিৎ বলেন, 'আমি সত্যি খুব খুশি হয়েছি। এরকম একটা সময়ে আমাদের দুটি ছবি, জ্যেষ্ঠপুত্র ও গুমনামি ৪টি পুরস্কার এনেছে।  সেরা ছবি ও সেরা অ্যাডপটেড চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন সৃজিত। অন্যদিকে কৌশিক গঙ্গোপাধ্যায় সেরা স্ক্রিনপ্লে অরিজিনালের জন্য পুরস্কার পেয়েছেন। সেরা আবহসঙ্গীতের পুরস্কার জিতেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। দুটো ছবিতেই আমি অভিনয় করেছি। দুটোই আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ চরিত্র। গুমনামি ছবির নেতাজি সুভাষ চন্দ্র বোসের চরিত্র আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আর জ্যেষ্ঠপুত্র আমার, ঋত্বিকের আর কৌশিকের একসঙ্গে করা খুব ভালো একটা কাজ। আমি এই দুটো ছবির সঙ্গে যুক্ত থাকতে পারা আমার কাছে আশীর্বাদ। এটা বাংলা ছবির জয়।'