মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান: পানাগড় ও বুদবুদ বাজারে গলসি বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। বিজেপি প্রার্থী তপন বাগদী ধর্ষণ মামলায় অভিযুক্ত বলে পোস্টারে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। শাসক শিবিরের পাল্টা অভিযোগ, আদি-নব্য বিজেপির দ্বন্দ্বের  বহিঃপ্রকাশ এই ঘটনা।


শনিবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটযুদ্ধ। নীলবাড়ি দখলের মরিয়া লড়াইয়ে রাজ্যে অল আউট প্রচারে শাসক-বিরোধী সব পক্ষই। মমতার সভা, অন্যদিকে মোদির সভা, অমিত শাহের সভা, রাজনাথের সভা। প্রচারের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে একে-অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িও। এবার গলসির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল চাঞ্চল্যকর পোস্টার।


ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি প্রার্থী। আদালতে বিচারাধীন মামলা। এমন প্রার্থীকে ভোট দেবেন কি? পূর্ব বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদীর নামে এই ধরনের প্রশ্ন তুলে পোস্টারে পোস্টারে ছয়লাপ পানাগড় ও বুদবুদ বাজার এলাকা। যা দেখে বিজেপি প্রার্থীর দাবি, তাঁর জনপ্রিয়তায় ভয় পেয়েই তৃণমূল এসব করছে। পূর্ব বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী তপন বাগদী বলেন, ‘‘আমার ভাবমূর্তি নষ্ট করতে এই পোস্টার দিয়েছে তৃণমূলই। কিন্তু এভাবে আমাকে থামানো যাবে না। আমি প্রচার চালিয়ে যাব। ওরা বলছে খেলা হবে। আমাদের গোলকিপার মোদি, অমিত শাহ ও দিলীপ ঘোষ ডিফেন্সে আছেন। বল পেলেই মমতাকে আমরা গোল দেব ৷’’


পাল্টা তৃণমূলের দাবি, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে এখন বিজেপির মধ্যেই যুদ্ধ চলছে। এই পোস্টার তারই ফল! পশ্চিম বর্ধমানের কাঁকসার তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি দেবদাস বক্সি বলেন, ‘‘ওদের আদি ও নব্য বিজেপির মধ্যে ঝামেলা চলছে। প্রার্থী পছন্দ হয়নি, তাই ঝামেলা চলছে। তার জেরেই এই ঘটনা। এর সঙ্গে আমাদের কেউ যুক্ত নয়। এটাই আসলে বিজেপির কালচার।’’ উল্লেখ্য, ২২ এপ্রিল, নির্বাচনের ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে গলসি কেন্দ্রটিও।