নয়াদিল্লি:  মুকুটে নতুন পালক। ‘তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অজয় দেবগণ (Ajay Devgan)। শুধু তাই নয়, এই ছবিটি সেরা সাজসজ্জার (Best Costume Designer) জন্যও পুরস্কার পেয়েছে।


ছবির সাফল্যে অজয় দেবগণ বলছেন, 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর (Tanhaji The Unsung Warrior) ছবির একজন প্রযোজক হিসেবে ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)-এ সম্মানিত হওয়া খুব বিশেষ। ছবিটা একটু সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। 'তানাজি- দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’ ছবিটি বন্ধুত্বের, সততা, পরিবারের মর্যাদা ও ত্যাগের গল্প। এই ছবিতে ভিএফএক্সের প্রচুর ব্যবহার ছিল। কিন্তু এই ছবির সাফল্য একার নয়। গোটা টিমের, সর্বোপরি পরিচালক ওম রাউত (Om Raut)-এর। এছাড়াও আমার অন্যান্য প্রযোজক, টি সিরিজ ও বাকি অভিনেতা অভিনেত্রীদেরও ধন্যবাদ জানাতে চাইব। ছবির ক্রিয়েটিভ টিমও হাত খুলে কাজ করেছে। সবার মিলিত প্রয়াস প্রথমে এই ছবিটিকে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখিয়েছে আর এখন 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এর মঞ্চে খ্যাতির শিরোপা এনে দিল।'


আরও পড়ুন: Subhrajit Mitra Exclusive: 'অভিযাত্রিক তৈরি হল, পুরস্কার পেল, কেবল বাবা দেখে যেতে পারলেন না', আফশোস শুভ্রজিতের


কোভিড পরিস্থিতি কাটিয়ে ফিরল ৬৮ তম 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' (68th National Film Awards)। ২ বছর পরে আয়োজিত হল এই অনুষ্ঠান। আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে।


প্রতি বছরই দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়।  এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন, শাবানা আজমি (Shabana Azmi), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), কমল হাসান (Kamal hassan)। বর্তমানে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির নামে। তিনি এই পর্যন্ত মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।