US Open 2022: যুক্তরাষ্ট্র ওপেনেও নিষিদ্ধ নোভাক জকোভিচ?

Novak Djokovic: গত বছর একমাত্র যুক্তরাষ্ট্র ওপেনে জিততেই ব্যর্থ হয়েছিলেন জকোভিচ। এ বছর সুযোগ ছিল সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি রাফায়েল নাদালের ২২ স্ল্য়াম জয়ের রেকর্ড স্পর্শ করা।

Continues below advertisement

নিউ ইয়র্ক: উইম্বলডন জিতেছেন দুই  সপ্তাহও কাটেনি, তার মধ্য়েই ফের একবার বড় ধাক্কা খেলেন নোভাক জকোভিচ Novak Djokovic)। বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম, যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2022) খেলার ছাড়পত্রও সম্ভবত দেওয়া হবে না ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে।

Continues below advertisement

চূড়ান্ত নাটকীয়ভাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ায় নামার তার ওপর নিষেধাজ্ঞা জারি করে অজি সরকার। জকোভিচ আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি টিকাকরণ নিয়ে নিজের 'স্ট্যাটাস' কাউকেই জানাবেন না। অস্ট্রেলিয়া সরকারের আবার কড়া নিয়ম, বিদেশিদের সম্পূর্ণ টিকাকরণ না থাকলে দেশে প্রবেশ নিষিদ্ধ। তাই দীর্ঘ আইনি লড়াইয়ের পর জকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হয়।

উইম্বলডনে রেকর্ড

একই কারণে ফরাসি ওপেনেও নিজের খেতাব বাঁচতে নামতে পারেননি সার্বিয়ান মহাতারকা। তবে উইম্বলডনে এমন কোনও নিয়ম ছিল না। তাই অল ইংল্যান্ড ক্লাবে 'জোকার' শুধু কোর্টে নামেনইনি, টানা নিজের চতুর্থ উইম্বলডন খেতাবও জিতে নিয়েছেন। ফাইনালে নিক কিরিয়সের বিরুদ্ধে প্রথম সেট খুঁইয়েও, বাকি তিনটি সেট জিতে নিয়ে উইম্বলডন (Wimbledon) জেতেন জকোভিচ। এটি তার সপ্তম উইম্বলডন জয়। প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে দুইটি স্ল্যামে সাত বা তার বেশিবার খেতাব জয়ের রেকর্ডও গড়েন জকোভিচ।

গত বছর একমাত্র যুক্তরাষ্ট্র ওপেনে জিততেই ব্যর্থ হয়েছিলেন ৩৬ বছর বয়সি তারকা। ফাইনালে হারতে হয়েছিল তাকে। এ বছর সুযোগ ছিল সেই আক্ষেপ মেটানোর পাশাপাশি রাফায়েল নাদালের ২২ স্ল্য়াম জয়ের রেকর্ড স্পর্শ করা। তবে যুক্তরাষ্ট্র ওপেনের উদ্যোক্তারা এক বিবৃতিতে জানিয়ে দিলেন, টিকাকরণ নিয়ে তাদের কোনও বিধিনিষেধ না থাকলেও, তারা সরকারের নিয়ম মেনে চলতে চায়।

উদ্যোক্তাদের বিবৃতি

বিবৃতিতে যুক্তরাষ্ট্রে ওপেনের উদ্যোক্তাদের তরফে বলা হয়, 'যুক্তরাষ্ট্রে ওপেনে খেলোয়াড়দের টিকা থাকা বাধ্যতামূলক, এমন কোনও নিয়ম নেই। তবে আমরা যুক্তরাষ্ট্রবাসী নন, এমন কারুর ক্ষেত্রে টিকাকরণের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নিয়ম বেঁধে দিয়েছে, তা মেনে চলতে আগ্রহী।' সরকারি নিয়ম অনুযায়ী বিদেশি কাউকে টিকাকরণ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার দেওয়া নিষিদ্ধ। তাই জকোভিচের যুক্তরাষ্ট্র ওপেন খেলা নিয়ে বড় রকমরে প্রশ্ন উঠে গেল। 

আরও পড়ুন: গানে গানে উইম্বলডন জয়ের অভিনব সেলিব্রেশন, জকোভিচ যেন পপ স্টার

Continues below advertisement
Sponsored Links by Taboola