মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় পুরস্কার (National Film Awards 2023)। বৃহস্পতিবার ঘোষণা হল বিজয়ীদের নাম। তাতে হিন্দি ভাষার সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিল 'সর্দার উধম' (Sardar Udham)। সেরা বাংলা ছবি নির্বাচিত হল  'কালকক্ষ: হাউজ অফ টাইম' (Kalkokkho: House of Time )।

  


এ বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


বৃহস্পতিবার সন্ধেয় ৬৯তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয়। নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয় বিজয়ীদের নাম। সেখানেই সেরা হিন্দি এবং বাংলা ছবির নাম ঘোষণা করা হয়। তবে এদিন শুধু বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। এ বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (National Awards 2023)


'সর্দার উধম' ছবির পরিচালক সুজিত সরকার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। স্বাধীনতা সংগ্রামকে প্রেক্ষাপট করে ছবিতে শুধুমাত্র বিপ্লবী নায়কের গল্প বোনা হয়নি। বরং ১৯১৯ থেকে ১৯৪০ পর্যন্ত সময়কালকে প্রেক্ষাপট করে ফুটিয়ে তুলেছেন মানবজমিনের কথা।


আরও পড়ুন: National Film Awards 2023: পর্দায় নারীশক্তির উদযাপন, সেরার সম্মান পেলেন আলিয়া-কৃতী


স্বাধীনতা সংগ্রামী উধম সিংহকে অবলম্বন করে বোনা হয়েছে ছবির মূল চরিত্র। ইতিহাসে ততটাও মনে রাখেনি তাঁকে, আমজনতার কাছেও প্রায় বিস্মৃত। 'সর্দার উধম' যত না বেশি বীরগাথা, তার চেয়ে ঢের বেশি ব্যক্তিগত লড়াই। ছবিতে ভিকির অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। পরিচালক সুজিত এবং অভিনেতা ভিকি ফিল্মফেয়ার পুরস্কারও পান।


ধনী, নিম্নবিত্তের মাঝে আটকে হাসফাঁস করতে থাকা মধ্যবিত্ত জীবন ফুটে উঠেছে 'কালকক্ষ' ছবিতে


বাংলা ছবি 'কালকক্ষ: হাউজ অফ টাইম'-এর পরিচালক শর্মিষ্ঠা মাইতি এবং রাজদীপ পাল। প্রযোজনায় ছিল 'অরোরা ফিল্ম কর্পোরেশন', যে সংস্থা একসময় 'পথের পাঁচালি', 'অপরাজিত'র মতো ছবির সঙ্গে যুক্ত ছিল। করোনাকালীন অতিমারি পরিস্থিতিই এই ছবির প্রেক্ষাপট। দুনিয়া থেকে বিচ্ছিন্ন, ঘরবন্দি সময়কালকে ফুটিয়ে তোলা হয়েছে।


ধনী, নিম্নবিত্তের মাঝে আটকে হাসফাঁস করতে থাকা মধ্যবিত্তের জীবন ফুটিয়ে তোলা হয়েছে। করোনা বড়লোকের রোগ, বড়লোকদের বিমানে চাপিয়ে বিদেশ থেকে ফেরানো হয়, আর গরিবদের মাইলের পর মাইল হেঁটে ফিরতে হয় বাড়ি, এমন সংলাপও রয়েছে ছবিতে। অতিমারিতে সমাজের শ্রেণি বৈষম্যের চেহারা স্পষ্ট ভাবে তুলে ধরা হয় ছবিতে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় 'কালকক্ষ' ছবিতে, সেখানেও প্রশংসিত হয় ছবিটি।