মুম্বই: ভারতীয় চলচ্চিত্রের সেরাদের সম্মান। জাতীয় পুরস্কারের মঞ্চে সম্মানিত আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং কৃতি স্যানন (Kriti Sanon)। সেরা অভিনেত্রীর সম্মান পেলেন দুই অভিনেত্রীই। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র Gangubai Kathiawadi) জন্য সম্মানিত হলেন আলিয়া। কৃতি সম্মানিত হলেন 'মিমি' ছবির জন্য (Mimi)। আলিয়া এবং কৃতি, দু'জনেই বাণিজ্যিক ঘরানার ছবির মুখ হিসেবে পরিচিত। কিন্তু শুধু লাস্যময়ী নায়িকা হিসেবে নিজেদের বেঁধে রাখেননি তাঁরা। বার বার অভিনয় ক্ষমতার প্রমাণ দিয়েছেন। তারই স্বীকৃতি পেলেন। (National Film Awards 2023)
বৃহস্পতিবার সন্ধেয় ৬৯তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয়। নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষিত হয় বিজয়ীদের নাম। সেখানেই সেরা অভিনেত্রী হিসেবে আলিয়া এবং কৃতির নাম ঘোষণা করা হয়। তবে এদিন শুধু নাম ঘোষণা হয়েছে। এ বছরের শেষ দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। (National Awards 2023)
সঞ্জয়লীলা ভনশালীর পরিচালনায় তৈরি ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। ছবির গল্প নেওয়া হয়েছে বাস্তব থেকে। লেখক এস হুসেন জইদির বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বই' থেকে অনুপ্রাণিত এই ছবি। হুসেন বইটি লিখেছিলেন গঙ্গুবাই কোঠেওয়ালিকে নিয়ে, যিনি গুজরাতের কাথিয়াওয়াড় থেকে মুম্বইয়ে যৌনপল্লীতে এসে পড়েন। তার পর সেখানকার সর্বেসর্বা হয়ে ওঠেন তিনি।
'পদ্মাবত' ছবির পর হুসেনের বইকেই ছবির বিষয়বস্তু হিসেবে বেছে নেন সঞ্জয়। মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য পছন্দ হয় আলিয়াকে। বয়সের তুলনায় এত পরিণত চরিত্র আলিয়া সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারবেন কিনা, তা নিয়ে গোড়ায় সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু ছবি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যায় যাবতীয় ধন্দ। বার্লিন ফিল্ম ফেস্টিভ্য়ালেও দেখানো হয় ছবিটি। বক্সঅফিসে ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেষ
আত্মপ্রকাশ থেকে পুরোদস্তুর নায়িকা হয়ে উঠলেও, ২০২১ সালের আগে পর্যন্ত অভিনয় ক্ষমতা দেখানোর তেমন সুযোগ পাননি কৃতি। 'মিমি' সেই হিসেব পাল্টে দেয়। রাতারাতি প্রতিভাশালী অভিনেত্রী হিসেবে সমালোচকদের নোটবুকে নাম ওঠে তাঁর। অভিনেত্রী হওয়ার স্বপ্ন সার্থক করতে ছোট শহরের মেয়ে কী ভাবে পরিস্থিতির শিকার হয়, অর্থের বিনিময়ে বিদেশি দম্পতিকে নিজের গর্ভ ভাড়া দেন এবং স্বপ্নভঙ্গ হয়, পর্দায় নিখুঁত ভাবে প্রতিটি মুহূর্ত ফুটিয়ে তোলেন কৃতি। এমনকি শুধুমাত্র অর্থের বিনিময়ে অন্যের ঔরসজাত সন্তানকে গর্ভে ধরার পর কী ভাবে মাতৃত্ববোধ জেগে ওঠে, তা ফুটিয়ে তুলতে নিজেকে ভাঙতে বাকি রাখেননি কৃতি। সেই পরিশ্রমেরই স্বীকৃতি পেলেন নায়িকা।