National Film Awards Live: সেরা ছবি হিসেবে পুরস্কৃত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'
69th National Film Awards Live: এই বছর ৬৯তম বর্ষে পা দিল এই আয়োজন। মায়ানগরী থেকে শুরু করে গোটা দেশেরই নজর থাকে এই অনুষ্ঠানের ওপর। সরাসরি এই অনুষ্ঠানে চোখ রাখতে পারেন আপনিও।
'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতার তকমা পেলেন অল্লু অর্জুন। তাঁর জনপ্রিয় ছবি 'পুষ্পা: দ্য রুল' ছবির জন্য পেলেন শিরোপা। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে ছবির পুরো টিম। আনন্দে সামিল অভিনেতার স্ত্রী ও পরিবার।
আর মাধবন পরিচালিত ও অভিনীত 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট' পেল সেরা ফিচার ফিল্ম।
'পুষ্পা দ্য রাইজ'র জন্য অল্লু অর্জুন নির্বাচিত হলেন সেরা অভিনেতা হিসেবে।
'মিমি' ছবির জন্য কৃতী শ্যানন ও 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র জন্য আলিয়া ভট্ট নির্বাচিত হলেন সেরা অভিনেত্রী হিসেবে।
'মিমি' ছবির জন্য সেরা সহ-অভিনেতার শিরোপা পেলেন পঙ্কজ ত্রিপাঠী।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর শিরোপা পেলেন পল্লবী যোশী।
ফিচার ফিল্ম বিভাগে সেরা গায়ক কালা ভৈরব। গান 'কোমুরম ভীমুরো'।
ফিচার ফিল্ম বিভাগে সঙ্গীতে সেরা 'পুষ্পা ১'-এর জন্য দেবী শ্রী প্রসাদ ও 'RRR'-এর এম এম কীরাবাণী।
ফিচার ফিল্ম বিভাগে সেরা জুরি অ্যাওয়ার্ড পেল সিদ্ধার্থ কিয়ারার 'শেরশাহ'।
ফিচার ফিল্ম বিভাগে সেরা অ্যাকশন ডিরেকশন অ্যাওয়ার্ড পেল 'RRR'। স্টান্ট কোরিওগ্রাফার কিং সোলোমান।
ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবি 'সর্দার উধম'। পরিচালক সুজিত সরকার।
ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা ছবি 'কালকক্ষ - হাউজ অফ টাইম'। পরিচালক রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি।
সেরা ফিল্ম ক্রিটিক পুরস্কার পেলেন পুরুষোত্থামা চারিউলু (তেলুগু)।
শুরু হল '৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার'। 'বেস্ট বায়োগ্রাফিক্যাল ফিল্ম' হিসেবে সম্মানিত হল বাংলা ছবি 'রুখু মাটির দুখু মাঝি'। পরিচালনায় সোমনাথ মণ্ডল।
দিল্লিতে শুরু হল ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সমীক্ষা বলছে এবারের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ অগ্রাধিকার পেতে পারে দক্ষিণে একাধিক চলচ্চিত্র। তারই মধ্যে রণবীর সিংহের অনুরাগীরা ট্যুইটারে শুরু করলেন ট্রেন্ড। '৮৩' ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনেতার পারফর্ম্যান্সকে সাপোর্ট করছেন তাঁরা।
২০২০ সালে অনুষ্ঠিত 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার'-এ সেরা অভিনেতা হয়েছিলেন সূরিয়া 'সূররই পোট্রু' ছবির জন্য ও অজয় দেবগণ 'তানহাজি' ছবির জন্য। সেরা অভিনেত্রীর খেতাব জেতেন অপর্ণা বালামুরলী। 'সূররই পোট্রু' জিতেছিল সেরা ছবির শিরোপা।
আজই অনুষ্ঠিত হতে চলেছে ৬৯তম ন্যাশানাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৩ বা ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (69th National Film Awards) অনুষ্ঠান। আজ ৫টা দেখে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ (PIB India’s Facebook Page) ও পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকে সরাসরি চোখ রাখা যাবে এই অনুষ্ঠানে।
প্রেক্ষাপট
আজ বিকেল ৫টা থেকে সরাসরি সম্প্রচারিত হবে ৬৯তম জাতীয় চলচ্চিত্র উৎসব (National Film Awards 2023 Live) অনুষ্ঠান। পিআইবি ইন্ডিয়ার ফেসবুক পেজ (PIB India’s Facebook Page) ও পিআইবি ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (YouTube channel) থেকে সরাসরি চোখ রাখা যাবে এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার প্রত্যাশায় রয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। অনুরাগীদের মতে,সম্মানিত হওয়া উচিত অভিনেতা রাম চরণ (Ram Charan)-এর। আর আর আর (RRR) ছবিতে রামচরণের পারফরমেন্স কার্যত গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিল। এই অনুষ্ঠানে প্রিয় অভিনেতাকে সম্মান পেতে দেখতে চান অনুরাগীরা।
কেবল বলিউড নয়, অনুরাগীদের আশা এই অনুষ্ঠানে সম্মানিত করা হতে পারে একাধিক মালয়ালি ছবিকেও। দৌড়ে রয়েছে আর মাধবনের Rocketry: The Nambi Effect, Minnal Murali-ও। সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে রয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবির জন্য মনোনীত হয়েছেন তিনি। অন্যদিকে থালাইভি (Thalaivi) ছবির জন্য সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে রয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
গতবার এই অনুষ্ঠানে সম্মানিত হয়েছিল বাংলা ছবি। সাদা কালো গল্পের প্রেক্ষাপটে অপুর নস্ট্যালজিয়াকে বেঁধেছিলেন শুভ্রজিৎ মৈত্র। ছবির নাম, অভিযাত্রিক (Avijatrik) জাতীয় মঞ্চে সম্মানিত হয়ে কেমন লাগছে পরিচালকের? সেই সময়ে, এবিপি লাইভকে শুভ্রজিৎ বলেছিলেন, 'আমি সপ্তম স্বর্গে রয়েছি। দেশের সর্বোচ্চ সম্মান পাওয়া আমার আর আমার গোটা টিমের সদস্যদের কাছে যতটা গর্বের, ততটাই গর্বের সমস্ত বাঙালির জন্যই। এই সম্মানটা আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। উনি জানতেন আমি ছবিটা তৈরি করছি। কিন্তু শেষ পর্যন্ত 'অভিযাত্রিক'-কে পর্দায় দেখে যেতে পারেননি বাবা। ছবি তৈরির সময়েই উনি মারা যান।' অভিযাত্রিকের জন্য সেরা সিনেম্যাটোগ্রাফারের সম্মান পেয়েছিলেন বাংলার সুপ্রতিম ভোল। 'তানাজি দ্য আনসাঙ ওয়ারিয়র' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অজয় দেবগণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -