মুম্বই: স্মৃতিকথায় মহিলাদের সম্মতি না নিয়েই তাঁদের নাম প্রকাশ করে ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সেইসঙ্গে বইটি প্রত্যাহার করার কথাও জানিয়েছেন তিনি।


সদ্যই প্রকাশিত হয়েছে নওয়াজউদ্দিনের স্মৃতিকথা ‘অ্যান অর্ডিনারি লাইফ’। এই বইতে দুই মহিলার সঙ্গে তাঁর সম্পর্কে কথা বিস্তারিতভাবে জানিয়েছেন নওয়াজউদ্দিন। ওই মহিলাদের নামও জানিয়ে দিয়েছেন তিনি। তাঁরা হলেন প্রাক্তন মিস ইন্ডিয়া নিহারিকা সিংহ এবং অভিনেত্রী সুনীতা রাজওয়ার। এই ঘটনা ঘিরে বিতর্ক দানা বাঁধে। ক্ষোভ প্রকাশ করেন নিহারিকা। তিনি বলেন, এভাবে মহিলাদের অপমান করছেন নওয়াজ। অন্যদিকে, সুনীতা দাবি করেন, নওয়াজ মিথ্যে বলছেন। সুনীতা আরও বলেন, নওয়াজের মানসিকতার জন্য তিনি তাঁকে ছেড়েছিলেন।

এর পরিপ্রেক্ষিতে নওয়াজের ট্যুইট, তাঁর স্মৃতিকথায় যাঁদের ভাবাবেগ আহত হয়েছে তাঁদের প্রত্যেকের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।  সমগ্র ঘটনার জন্য খেদ ব্যক্ত করে বইটি প্রত্যাহারের কথাও জানিয়েছেন তিনি।





৪৩ বছরের নওয়াজউদ্দিনের স্মৃতিকথার সহ লেখক ঋতুপর্ণা চট্টোপাধ্যায়। বইটির প্রকাশক সংস্থাও বইটি প্রত্যাহার করার কথা জানিয়েছে।