কলকাতা: এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে 'কান' (Cannes 2024)-এর রেড কার্পেট। ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan) থেকে শুরু করে ঊর্বশী রাউতেলা (Urvashi Rautela), কিয়ারা আডবাণী (Kiara Advani).. কানের লাল কার্পেটে নিজের নিজের স্টাইলে তাক লাগিয়েছেন সবাই। তবে এই প্রথম নয়, এর আগেও ভারত থেকে একাধিক অভিনেতা অভিনেত্রীার হেঁটেছেন 'কান'-এর রেড কার্পেটে। আর সদ্য, সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যধারার ছবির নায়ক নওয়াজুদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)।
'গ্যাংস অফ ওয়াসেপুর' (Gangs of Wasseypur)-এর সাফল্য বদলে দিয়েছিল নওয়াজের জীবন। সেই সুবাদেই তিনি ডাক পেয়েছিলেন 'কান'-এর রেড কার্পেটে হাঁটার। তবে 'কান'-এর রেড কার্পেটে হাঁটা মানেই তো ডিজ়াইনার পোশাক পরা। দেশ থেকে বিদেশ, কানের রেড কার্পেটে হাঁটার জন্য ডিজ়াইনার পোশাক পরাই দস্তুর। তবে সেই সময়ে নাকি নওয়াজের ততটা জনপ্রিয়তা ছিল না। আর তাই, তাঁকে সাজানোর জন্য নাকি রাজি হননি কোনও নামকরা ডিজ়াইনারই।
নওয়াজুদ্দিন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আজ যাঁদের থেকে আমি সম্মান পাই, তাঁদের থেকেই একসময়ে কত প্রত্যাখ্যান পেয়েছি। এখন তাঁরা বুঝেছেন অভিনয়টাই সব। আমি মনেপ্রাণে একজন শিল্পী। যেদিন অভিনয় করতে পারব না, হয়তো মারা যাব। একসময়ে 'কান'-এর রেড কার্পেটে হাঁটার জন্য আমার জন্য কেউ পোশাক তৈরি করে দিতে চাননি একসময়। পাড়ার দর্জির কাছ থেকে পোশাক তৈরি করে সেটাই পরেছিলাম কানের কার্পেটে।'
প্রসঙ্গত, প্রায় এই একই অভিজ্ঞতা হয়েছিল বিজয় বর্মা (Vijay Varma)। 'কান'-এর রেড কার্পেটে তাঁকেও সাজাতে রাজি হননি কোনও ডিজ়াইনার। বাধ্য হয়ে, বন্ধুর থেকে tuxedo ধার করে নিয়েই কানের রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। প্রথম দিনটা, আরেক বন্ধুর উপহার দেওয়া জ্যাকেট উপহার পরে রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। সেই সময়ে তাঁর নাকি ছবি কেনার সামর্থও ছিল না। 'গেটি' থেকে নিজের ছবিগুলিই দেখেছিলেন কেবল।
আরও পড়ুন: Soumitrisha Kundoo: অভিনেত্রীদের ঝলমলে জীবনের একটা উল্টোদিকও রয়েছে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।