কলকাতা: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। জানিয়ে দিয়েছেন, ১৯ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি টানবেন তিনি। আগামী ৬ জুন কলকাতার সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই ভারতীয় দলের (Indian Football Team) জার্সিতে শেষ ম্যাচ হতে চলেছে সুনীলের।


ভারতীয় কিংবদন্তির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের মুহূর্তকে সম্মান জানিয়ে এর আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। এবার সুনীলকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট করল স্পেন তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লিগ কর্তৃপক্ষ লা লিগা।


সুনীল ছেত্রীর ১১ নম্বর জার্সির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে লা লিগা। সঙ্গে ক্যাপশন, 'সর্বকালের সেরা। ভারতীয় ফুটবলের কিংবদন্তি। অবসরোত্তর জীবনের জন্য অনেক শুভেচ্ছা কিংবদন্তি।' 


 






ভারতের জার্সিতে ৯৪ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সুনীলের আগে শুধু তিন তারকা - পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ইরানের আলি দাই ও আর্জেন্তিনার লিওনেল মেসি। সুনীলকে কুর্নিশ জানিয়েছে ফিফাও। তবে সামনে যেখানে একশো গোল করার সুযোগ, সেখানে অবসর নিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ থাকবে না? সুনীল নিজে বলছেন, সংখ্যা নিয়ে তিনি চিন্তিত নন। ৩৯ বছর বয়সেও সুপারফিট। অথচ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ৬ জুন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের (India vs Kuwait) বিরুদ্ধে ম্যাচই জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। সুনীল বলছেন, 'গোলের সেঞ্চুরি নিয়ে ভাবিনি কখনও। আমার মনে কোনও শূন্যতাও নেই। যখন কেরিয়ার শুরু করেছিলাম, একবারও ভাবিনি এত গোল করব। কখনও স্বপ্ন দেখিনি একশো গোল করব। তাই একশো গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়েও আমার কোনও শূন্য অনুভূতি নেই। আমি দেশের হয়ে দেড়শো ম্যাচ খেলেছি। সেটা ভীষণ গর্বের অনুভূতি। এই সংখ্যাটা নিয়ে গর্বিত। দেশের হয়ে ১৯ বছর ধরে খেলেছি। এই কৃতিত্ব আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না।'


আরও পড়ুন: ইডেনে আইপিএলের শেষ ম্যাচের পরই বাংলার ক্রিকেটে আচমকা পদত্যাগের ঢল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।