মুম্বই: সামনেই ঈদ, মুম্বই থেকে পরিবারকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের গ্রামের বাড়িতে ফিরলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কিন্তু করোনা আবহে উৎসবের আগে প্রয়োজন সতর্কতা। আর তাই পৈতৃক ভিটেতে ফিরেই হোম কোয়ারান্টিনে গেলেন অভিনেতা ও তাঁর গোটা পরিবার।
সূত্রের খবর, ঈদ উপলক্ষ্যে সমস্ত সতর্কতা পালন করে, মুম্বই পুলিশের বিশেষ নির্দেশিকা নিয়ে উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে নিজের গ্রাম বুধানাতে পৌঁছান নওয়াজউদ্দিন। বাড়িতে যাওয়ার আগেই সতর্কতা মেনে তাঁর ও তাঁর গোটা পরিবারের করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় সকলের রিপোর্টই করোনা নেগেটিভ এসেছে। কিন্তু তারপরেও সতর্কতার জন্য তাঁকে ও পরিবারকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৫ মে মুজফ্ফর নগরে আসেন নওয়াজউদ্দিন। তাঁর সঙ্গে গ্রামের বাড়িতে এসেছেন তাঁর মা, ভাই ও শ্যালিকা। মুম্বই থেকে নিজস্ব গাড়ি করেই বুধানা আসেন তাঁরা। পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের তরফে তাঁদের সবাইকে হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ মে পর্যন্ত অন্তরালেই থাকতে হবে সিদ্দিকি পরিবারকে।
ইতিমধ্যেই দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে।গত সপ্তাহেই শোনা গিয়েছিল এক লড়াকু লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড পরিচালক অনুরাগ । সিনেপ্রেমীদের সেই উত্তেজনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এসেছে ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।