গন্ধ শুঁকে করোনার অস্তিত্ব বাতলাবে সারমেয়রা? লন্ডনে চলছে পরীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2020 10:26 AM (IST)
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস আর ডুরহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই পরীক্ষা চালাবে।
NEXT
PREV
লন্ডন: করোনা পরীক্ষার জন্য নানারকম টেস্ট কিটের পর এবার সারমেয়র উপর ভরসা রাখতে চলেছে প্রশাসন। এলাকায় কোভিড-সংক্রমণ হয়েছে কি না তা খুঁজে বার করবে স্নিফার ডগ! এমনটাই হতে চলেছে লন্ডনে। শুরু হয়েছে ট্রায়ালও।
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস আর ডুরহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই পরীক্ষা চালাবে। প্রথমে দেখা হবে, কুকুর সত্যি সত্যি শুঁকে মানুষের শরীরে করোনার অস্তিস্ত্ব বার করতে পারে কি না। এই বিষয়ে কুকুরদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কুকুররা নাকি গন্ধ শুঁকে মানুষের শরীরে ক্যান্সার, ম্যালেরিয়া বা পারকিনসন্স ডিসিজের অস্তিত্ব সম্পর্কে বলে দিতে পারে।
''পরীক্ষা চালিয়েই বোঝা যাবে কোভিড-ডগ সত্যিই করোনার অস্তিত্ব সম্পর্কে বলে দিতে পারছে কি না। ''
এই সারমেয়-দলের মধ্যে আছে ল্যাব্রাডর, ককার স্প্যানিয়েলস প্রভৃতি প্রজাতির কুকুর।
প্রথমে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা কোভিড-আক্রান্ত ও সুস্থ মানুষের গন্ধ সংগ্রহ করবে। তারপর কুকুররা পরীক্ষা করবে। দেখা হবে, তারা আদৌ গন্ধ শুঁকে ভাইরাসের অস্তিত্ব বুঝতে পারছে কি না।
বিশাল সুইমিং পুলের জলে যদি দু চামচ চিনি মেশানো হয়, তাহলে কি বোঝা সম্ভব? কিন্তু এই সারমেয় দল এতটাই পারদর্শী যে, ভাইরাসের এতটুকু অস্তিত্বও ধরে ফেলতে পারে। তাহলে কি কোভিড-১৯ কে চিনতেও এদের সময় লাগবে না? সেটাই এখন দেখার।
গবেষকরা বলছেন, শ্বাসতন্ত্রে কোনও সংক্রমণ গায়ের গন্ধে পরিবর্তন আনে। সেই সূত্র ধরেই যদি সারমেয়রা বুঝে নেয় করোনার উপস্থিতি, তবে তো কথাই নেই।
লন্ডন: করোনা পরীক্ষার জন্য নানারকম টেস্ট কিটের পর এবার সারমেয়র উপর ভরসা রাখতে চলেছে প্রশাসন। এলাকায় কোভিড-সংক্রমণ হয়েছে কি না তা খুঁজে বার করবে স্নিফার ডগ! এমনটাই হতে চলেছে লন্ডনে। শুরু হয়েছে ট্রায়ালও।
লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা চ্যারিটি মেডিক্যাল ডিটেকশন ডগস আর ডুরহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই পরীক্ষা চালাবে। প্রথমে দেখা হবে, কুকুর সত্যি সত্যি শুঁকে মানুষের শরীরে করোনার অস্তিস্ত্ব বার করতে পারে কি না। এই বিষয়ে কুকুরদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কুকুররা নাকি গন্ধ শুঁকে মানুষের শরীরে ক্যান্সার, ম্যালেরিয়া বা পারকিনসন্স ডিসিজের অস্তিত্ব সম্পর্কে বলে দিতে পারে।
''পরীক্ষা চালিয়েই বোঝা যাবে কোভিড-ডগ সত্যিই করোনার অস্তিত্ব সম্পর্কে বলে দিতে পারছে কি না। ''
এই সারমেয়-দলের মধ্যে আছে ল্যাব্রাডর, ককার স্প্যানিয়েলস প্রভৃতি প্রজাতির কুকুর।
প্রথমে ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা কোভিড-আক্রান্ত ও সুস্থ মানুষের গন্ধ সংগ্রহ করবে। তারপর কুকুররা পরীক্ষা করবে। দেখা হবে, তারা আদৌ গন্ধ শুঁকে ভাইরাসের অস্তিত্ব বুঝতে পারছে কি না।
বিশাল সুইমিং পুলের জলে যদি দু চামচ চিনি মেশানো হয়, তাহলে কি বোঝা সম্ভব? কিন্তু এই সারমেয় দল এতটাই পারদর্শী যে, ভাইরাসের এতটুকু অস্তিত্বও ধরে ফেলতে পারে। তাহলে কি কোভিড-১৯ কে চিনতেও এদের সময় লাগবে না? সেটাই এখন দেখার।
গবেষকরা বলছেন, শ্বাসতন্ত্রে কোনও সংক্রমণ গায়ের গন্ধে পরিবর্তন আনে। সেই সূত্র ধরেই যদি সারমেয়রা বুঝে নেয় করোনার উপস্থিতি, তবে তো কথাই নেই।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -